লুনা রাহনুমা
মস্ত বড় আকাশটাতে চাঁদ উঠেছে কাস্তে সরু
সোনার মতো ঝলমলে নয়, রুপার মতো মিহি পুরু।
ছেলে বুড়ো বেজায় খুশি, দেখা গেছে চাঁদের হাসি
ঈদের আগে বাড়ির ছাদে, ফুটছে দেখো আতস বাজি।
লাল জামাটা আলমারিতে রাখা আছে কবে থেকে
লুকোনো আছে নতুন জুতো, চুলের ফিতা শেষের তাকে।
আম্মা রাঁধেন খিঁচুড়ি, পায়েস, আব্বা ছোটেন বাজারে
কাকা কাকীর আওয়াজ উঁচু, ঘর বাড়ি সব সাজারে।
ভাঙা ঘরের বাচ্চা দুটোর ঈদ এসেছে নীরবে
কালকে তারা ঈদগাহ মাঠে ময়লা কাগজ কুড়াবে।
নামাজ শেষে মানুষগুলোর মনটা থাকে আবেগী
দুস্থ দুঃখী সবাইকে দেয় সাধ্যমতো সালামী।
বছর ঘুরে ঈদ এসেছে, খুশির আমেজ বাতাসে
ধনী গরিব কাঁধ মিলবে- একতার এক উঠানে।