তপন মাইতি
চাঁদ উঠেছে আকাশে ওই
শাবান মাসের পরে
রমজান শেষে
পবিত্র ঈদ এলো ঘরে-ঘরে!
পশ্চিমাকাশে চাঁদ উঠেছে
যেন খুশির তরবারী,
ঘরে ঘরে বইয়েছে আজ
ঈদের খবরদারি!
সেহরি ইফতারে চলে
ত্রিশ রোজা মাসে
পানাহার বর্জনে চলে
পবিত্রতায় মন ভাসে।
লোভ লালসা বিদ্বেষ দূরে
সৌভাতৃত্বের সুরে
মনের মধ্যে রমজানের চাঁদ
মনাকাশে উড়ে।
করআন ইসলাম মাহে রমজান
পবিত্র ঈদের চাঁদ
ঘরে ঘরে খুশির জোয়ার
খুশির মোবারক রাত।