আশিক মাহমুদ রিয়াদ
পবিত্র রমজান শেষে এলো খুশির ঈদ,
পাখিরা গায় আজ স্নিগ্ধতার গজল..
হৃদয়ে বাজে পবিত্রতার গীত..
আজ যে খুশির বাধন হারিয়ে,
জড়িয়ে চাঁদর ভালোবাসার..
জানাই তোমায় ঈদ মোবারক।
ঈদ এসেছে নিয়ে খুশির বার্তা..
গাছে গাছে বসেছে পাখিদের কলরব…
রাস্তায় নেমেছে নতুনত্বের ঢাল..
আজ ভেদাভেদ ভোলার দিন..
এসো করি ঝিলমিল.ভেসে বেড়াই আনন্দে.
বছর ঘুরে এলো খুশির ঈদ
হৃদয়ে বাজে আনন্দের গীত…
আকাশে সরু এক ফালি চাঁদ উঠেছে ঐ..
ঈদ এসেছে, ঈদ এসেছে.. আগামীকাল কই..
সন্ধ্যে রাতে হুরোহরি.. হৃদয়ে বাজে কলরব
রাত পেরোলেই ঈদের দিন.. হবে কত কি কতসব..
সকাল সকাল ঘুম ভাঙলেই,
ভেসে আসে মসজিদের আজানের ডাক!
গোসল সেরে,
নতুন পাঞ্জাবি গায়ে জড়িয়ে,
গায়ে মেখে সুগন্ধি..
এগোই তবে মসজিদের দিকে..
একটু একটু হাসি ফিকে..
আজ সেই দিন এলো..
সারাদিন হবে মাতামাতি..
ঈদ এলো খুশির বার্তা নিয়ে..
ভেঙে দিয়ে সব ভেদাভেদ..
হৃদয় থেকে তোমাই জানাই আজ..
ঈদ মোবারক, ঈদ মোবারক।