মজনু মিয়া
আকাশের চাঁদ দেখা মাত্রা আনন্দ ক্ষণ শুরু
কেনাকাটা শুরু আরও আগে থেকে হইছে
কারও আবদার পূরণ করা সম্ভব নয় তো আমার
অভাবের সংসারে জীবন জটিল অসুখ বিসুখ।
পরিবার পরিজন কারও মন জয় করতে পারা
যেন আকাশের চাঁদ ধরা পকেট চুচু করে
চোখ মুখ দেখে মনে হলো জ্বলন্ত অনলে পুড়া
একটা অভাগা লোক পালানো ছাড়া পথ হারা।
কাছের তাকেও বুঝাতে পারছি না জীবন জ্বালা
ব্যর্থ হয়েছি জীবনে বাঁচতে হলে পালা।
মির্জাপুর, টাংগাইল।