ঈদ মোবারক

ঈদ মোবারক

আশিক মাহমুদ রিয়াদ

বাতাসে বইছে দেখো আজ পবিত্রতার স্নিগ্ধতা
আকাশে ফকফকে সূর্য, পাতা ঝিলমিল করা পত্রপল্লবি
আজ এসেছে খুশির দিন, চারদিকে আনন্দের হিড়িক
বিভেদ ভুলে এসো বাড়াই যোগাযোগ,
তোমাকে জানাই ঈদ মোবারক।

মসজিদের আজান ভেসে আসে।
ঘুম ভেঙে চারদিকে কী সুন্দর মোহমায়া।
আজ দেখো বিজয়ের এই দিনে,
দুঃখ ভুলে হাসতে শিখেছি আমরা!

আলিঙ্গন করেছি পরস্পরকে,
ভেঙেছি মধ্যকার জরাজরকে
দু’হাত ভরে এসো বিলিয়ে দেই আজ
সবাই সেজেছে আজ,
এসো অস্তিত্বের আহ্বানে!



 

বঞ্চিতরাও হাসুক এইদিনে !
এই উচ্ছ্বাসের আহ্বানে।
হাসুক সব মলিন গোলাপ ,
সব বিভেদ ভুলে
সাহায্যের হাত বাড়াও আজ এই দিনে !

হে প্রভু, তোমার করুনার প্রতিচ্ছবি বিশ্বভূবনে !
তোমার তরে মাথা নত করি তবে,
পূণ্যের উদগীরণে ভরে যাক বিশ্ব,
সব ভেদাভেদ ভুলে, দুঃখ মুছে
প্রার্থনা করি আজ আকুলতায়
যত আছে  সময় কালক্ষয় !
ধুয়ে মুছে যাক তোমার করুণায় !



এসো সবাই একসাথে
দাড়াই পাশাপাশি,
করি ঈদের সালাত আদায়।
স্নিগ্ধতায় ডুবে যাই আজ
এই পার্থিব আনন্দ ক্ষণে,
এসো জড়াই আলিঙ্গনে
সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক ।

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বিস্মৃতির আড়ালে

বিস্মৃতির আড়ালে

 সুতপা ব‍্যানার্জী(রায়) তিলোত্তমা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে লেভেল ক্রসিংয়ের খুঁটি ধরে। গাড়ি চলে যেতেও ওর মধ্যে এগোনোর কোন লক্ষণ দেখা গেল না। ওর মনের মধ্যে ...
বই রিভিউ - থ্রি এ এম

বই রিভিউ – থ্রি এ এম

বইয়ের নাম- থ্রি এ এম (থ্রি এম সিরিজের প্রথম বই) ধরন-থ্রিলার লেখক-নিক পিরোগ বই পর্যালোচক –আবির জয়। প্রচ্ছদ ছবি-তাসনিম তূর্জ। নিক পিরোগ এর লেখা ‘থ্রি ...
ঈদ এলো: ঈদ মোবারক

ঈদ এলো: ঈদ মোবারক

লুনা রাহনুমা মস্ত বড় আকাশটাতে চাঁদ উঠেছে কাস্তে সরু সোনার মতো ঝলমলে নয়, রুপার মতো মিহি পুরু। ছেলে বুড়ো বেজায় খুশি, দেখা গেছে চাঁদের হাসি ...
সাত সমুদ্র সাজ- ফারজানা ফেরদৌস

সাত সমুদ্র সাজ- ফারজানা ফেরদৌস

ফারজানা ফেরদৌস আজ মন খারাপের দিন ঝুম বৃষ্টি আমেজী এক ক্ষণ , তবুও মন খারাপ ! বিষাদে ভরা ছিন্নভিন্ন মনের তার । আজ মন খারাপের দিন ...
ভাষাশহিদ

ভাষাশহিদ

ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম বাংলা ভাষায় কথা বলার পেয়েছি স্বাধীনতা, লাল-সবুজ পতাকা পেয়ে ভেঙেছি পরাধীনতা। যুদ্ধ করে পেয়েছি আমরা নতুন এক দেশ, বিশ্বের বুকে ...
বিষদাঁত

বিষদাঁত

সাত সকালে মোরগের ডাকে ঘুম ভাঙে তানিয়ার। সকালে ঝুন ঝুন করে নুপুর পায়ে করিডোর পেরিয়ে তুলসী তলার দিকে পা বাড়ায় সে। আচমকা পেছন থেকে গলার ...