বাতাসে বইছে দেখো আজ পবিত্রতার স্নিগ্ধতা
আকাশে ফকফকে সূর্য, পাতা ঝিলমিল করা পত্রপল্লবি
আজ এসেছে খুশির দিন, চারদিকে আনন্দের হিড়িক
বিভেদ ভুলে এসো বাড়াই যোগাযোগ,
তোমাকে জানাই ঈদ মোবারক।
মসজিদের আজান ভেসে আসে।
ঘুম ভেঙে চারদিকে কী সুন্দর মোহমায়া।
আজ দেখো বিজয়ের এই দিনে,
দুঃখ ভুলে হাসতে শিখেছি আমরা!
আলিঙ্গন করেছি পরস্পরকে,
ভেঙেছি মধ্যকার জরাজরকে
দু’হাত ভরে এসো বিলিয়ে দেই আজ
সবাই সেজেছে আজ,
এসো অস্তিত্বের আহ্বানে!
বঞ্চিতরাও হাসুক এইদিনে !
এই উচ্ছ্বাসের আহ্বানে।
হাসুক সব মলিন গোলাপ ,
সব বিভেদ ভুলে
সাহায্যের হাত বাড়াও আজ এই দিনে !
হে প্রভু, তোমার করুনার প্রতিচ্ছবি বিশ্বভূবনে !
তোমার তরে মাথা নত করি তবে,
পূণ্যের উদগীরণে ভরে যাক বিশ্ব,
সব ভেদাভেদ ভুলে, দুঃখ মুছে
প্রার্থনা করি আজ আকুলতায়
যত আছে সময় কালক্ষয় !
ধুয়ে মুছে যাক তোমার করুণায় !
এসো সবাই একসাথে
দাড়াই পাশাপাশি,
করি ঈদের সালাত আদায়।
স্নিগ্ধতায় ডুবে যাই আজ
এই পার্থিব আনন্দ ক্ষণে,
এসো জড়াই আলিঙ্গনে
সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক ।