গৌতম সরকার
ও আমার মেঘলা আকাশ
একটু বৃষ্টি দিও
খুশির এই ঈদের দিনে
আমাদের দাওয়াত নিও।
ও ভাই মেঘলা আকাশ
গ্রীষ্মের নিদাঘ দিনে
শরীরের ঘামগুলো সব
বৃষ্টির প্রহর গোনে।৷
রমজানের মাসটি জুড়ে
রোজার এই পুণ্যতোয়ায়
ও আমার মেঘলা আকাশ
বৃষ্টির আকাশ দোলায়
ভরুক আজ পুকুর জমি
প্রাণ জুড়াক দিগ্বিদিকে
ও ভাই মেঘলা আকাশ
বৃষ্টি দিকে দিকে।
ও আমার মেঘলা আকাশ
ঈদের এই খুশির দিনে
সিমাই পায়েস খুশবু ছড়াক
নতুন এই বাদল চিনে।
ও ভাই মেঘলা আকাশ
আকাশ গঙ্গা বইয়ে দিয়ে
দিকদিগন্ত ভাসিয়ে দিও
ভালোবাসার নোঙর বেয়ে।
ও আমার মেঘলা আকাশ
নীল আকাশের চাদর ঘেরে
যে কান্না লুকিয়ে আছে
বইয়ে দাও সুখসাগরে
ও ভাই মেঘলা আকাশ
আজকের ঈদ সওগাতে
একটু বৃষ্টি দিও
সন্ধ্যে বা ভোরপ্রভাতে৷
ভালোবাসায় ভরে উঠুক
মনমানুষের জানলাগুলো
মেঘলা আকাশ তোমার পরশ
ভরে তুলুক মানুষগুলো।
ঈদের এই পুণ্যবেলায়
বাদলের পাগল খেলায়
মেতে উঠুক উতল হাওয়া
তারপর বৃষ্টি ঝরুক।
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।