মরভূমির জাহাজ উট! বহুকাল ধরে তৃষ্ণার্ত মরুর বুকে উট মরুর জাহাজ নামে ব্যবহৃত হয়েছে। এখনও আরব বিশ্বে মালামাল ও যাত্রী বহনে উট ব্যবহার করা হয়ে থাকে। উট কুঁজ-বিশিষ্ট একটি চতুষ্পদ প্রাণী। আরবদের কাছে উটের ব্যবহার অনেক। তাদের কাছে উট মানে, বেদুইনের নিকট ইশ্বরের আশির্বাদ। প্রতিবছর আরব দেশগুলোতে বসে উটের সুন্দরী প্রতিযোগিতা। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। তবে আমাদের আজকের প্রসঙ্গ উটের সুন্দরী প্রতিযোগিতা নিয়ে নয়। আমরা আপনাদের আজকে জানাবো উট কেন জীবন্ত সাপ খায়। বিস্তারিত জানতে নিচের ভিডিও দেখুন-
https://www.youtube.com/watch?v=xixv5hS5xOE&t=30s