এই যে বাতাস নরম বাতাস
আরো নরম গরম বাতাস
একলা নহে বইছে সবার মাঝে
কেউ যে পুড়ছে তাপদাহে
আবার কেউ পুড়ছে হিমবাহে
সেই বাতাসটা সবাই বড় চেনে
চেতন মাঝে যখন আসে
দুঃসহ মর্মে কী যে বাঁজে
ঠিক ভয়ঙ্কর কাঁপন লাগে
যখন তাকাই বিরাট পারে
ছোট্ট মরা চড়ুইটারে টেনে
খাই যে বংশ টেনে ছিঁড়ে
হায়েনা আর চিল শকুনে
ঠিক টানে ঐ পালে পালে!
পাই যে খবর চারপাশেতে মর্মে
তাই তো মন গুমরে কেঁদে মরে।
বিশ্বের পারের বিশ্বে চলেছে
জোয়ারের পরে জোয়ার
কু এর পরে কু চলেছে
আছে কি তার শেষ?
শুনে শুনে গর্ভের রক্ত ভ্রুণের
কল্পনা আর জল্পনার নাইকো কোনো শেষ!
স্বদেশে গন্ধ বিদেশে গন্ধ
নানারকম গন্ধ হরেকরকম গন্ধ
শুধু যায় ফেলে কেউ আস্তাকুঁড়ে?
কলি কালের চটা রোদ্দুর এ দুর্গন্ধে!
হে কামুক কে তুমি ভাই,
হে কামাতুরা কে তুমি বোন
প্রশ্ন করি যখন
নাক সিট কিয়ে উড়িয়ে দেয়
ভাবে ও যেন অতি তুচ্ছ এখন!
এই যে কাহিনী লোককাহিনী এখন
পাড়া মহল্লা ও শহরে চলছে যখন!
নেই মান্য নেই ভকতি নেই যে সমীহ
কী প্রতিবাদ কী শাস্তি শুধু কেল্লাফতে
ভবের মাঝে আছে লোক দেখানো কিস্তে!