শুভ জিত দত্ত
ঐ উঠেছে আকাশে চাঁদ
খুশির বার্তা নিয়ে
আনন্দে আজ আত্মহারা
মন বসে না কাজে
নামাজ শেষে মিলব সবাই
নেই তো ছোট বড়
নিজের খাবার বিলিয়ে দিয়ে
ছড়িয়ে দেবো খুশি
থাকবো মেতে এই কটা দিন
নেই তো শাসন বারণ
উৎসবের এই আমেজ টুকু
থাকুক বছর জুড়ে
এদিক ওদিক ঘোরাঘুরি
ইচ্ছে মতো খাওয়া
আনন্দের আজ কমতি কিসের
লাগলো হাওয়া ঈদের।