বন্ধু নিয়ে কবিতা – নুসরাত শর্মি
বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর ক-টা দিন,
অনলাইন জগতে নিজেকে ব্যস্ত রাখ!
তারপর আমরা আবার একসাথে হবো,
একসাথে হাসবো,
একসাথে গাইবো গান,
আবার মাতিয়ে রাখবো কলেজ ক্যাম্পাস।
সময় পেলেই ভিড় জামাবো রেস্তোরায়,
চা কিংবা কফি হাউজে।
বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর মাত্র ক-টা দিন,
একদিন শেষ হবে এই মেসেঞ্জারের টুংটাং আওয়াজ,
কিংবা হোয়াটসঅ্যাপের ভিডিও কল,
শেষ হবে জুম অ্যাপের ব্যাবহার আর অনলাইন ক্লাস,
আমরা আবার ফিরবো ব্যস্ত কোলাহলে,
যান্ত্রিক নগরীতে ঢুকে পরবো সবাই,
ফিরে যাবো কলেজ প্রাঙ্গনে,
শুরু হবে স্যারের লেকচার,
আর স্যারের চোখ ফাঁকি দিয়ে করা আমাদের দুষ্টমি।
বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর ক-টা দিন না হয় চলুক,
আমাদের ভার্চুয়ালের অত্যাচার!
তবুও টিকে থাকুক আমাদের
বন্ধুত্বের জোরদার।
বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর ক-টা দিন না হয়,
গল্প আড্ডা ফোনালাপে হোক,
অব্যক্ত কথাগুলো জমিয়েই থাকুক,
বইয়ের পাতার প্রতিটা শব্দে স্মৃতি ভেসে উঠুক!
বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর মাত্র ক-টা দিন,
সেই রক্তজবা গোলাপ গাছ!
বকুল তলায় হাসিঠাট্টা!
হবে আবার সেল্ফির সাথে,
বাড়বে গ্যালারীর ভীড়টা!
বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর ক-টা দিন না হয়,
তোলা রাখ সব জন্মদিনের
উইশ কিংবা আয়োজন,
একদিন হবে আবার,
লান্সের সাথে ট্রিট পালন।
বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর মাত্র ক-টা দিন,
বলে ফেল ফোনালাপে মনে আছে যতো কথা,
দেখিস তোরা,
একদিন শেষ হবে মহামারীর এই মৃত্যুর ব্যথা।
বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর ক-টা দিনই,
অনলাইন জগতে নিজেকে ব্যস্ত রাখ।