উৎসর্গ

উৎসর্গ

বন্ধু নিয়ে কবিতা – নুসরাত শর্মি

 

বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর ক-টা দিন,
অনলাইন জগতে নিজেকে ব্যস্ত রাখ!
তারপর আমরা আবার একসাথে হবো,
একসাথে হাসবো,
একসাথে গাইবো গান,
আবার মাতিয়ে রাখবো কলেজ ক্যাম্পাস।
সময় পেলেই ভিড় জামাবো রেস্তোরায়,
চা কিংবা কফি হাউজে।

বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর মাত্র ক-টা দিন,
একদিন শেষ হবে এই মেসেঞ্জারের টুংটাং আওয়াজ,
কিংবা হোয়াটসঅ্যাপের ভিডিও কল,
শেষ হবে জুম অ্যাপের ব্যাবহার আর অনলাইন ক্লাস,
আমরা আবার ফিরবো ব্যস্ত কোলাহলে,
যান্ত্রিক নগরীতে ঢুকে পরবো সবাই,
ফিরে যাবো কলেজ প্রাঙ্গনে,
শুরু হবে স্যারের লেকচার,
আর স্যারের চোখ ফাঁকি দিয়ে করা আমাদের দুষ্টমি

বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর ক-টা দিন না হয় চলুক,
আমাদের ভার্চুয়ালের অত্যাচার!
তবুও টিকে থাকুক আমাদের
বন্ধুত্বের জোরদার

বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর ক-টা দিন না হয়,
গল্প আড্ডা ফোনালাপে হোক,
অব্যক্ত কথাগুলো জমিয়েই থাকুক,
বইয়ের পাতার প্রতিটা শব্দে স্মৃতি ভেসে উঠুক!

বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর মাত্র ক-টা দিন,
সেই রক্তজবা গোলাপ গাছ!
বকুল তলায় হাসিঠাট্টা!
হবে আবার সেল্ফির সাথে,
বাড়বে গ্যালারীর ভীড়টা!

বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর ক-টা দিন না হয়,
তোলা রাখ সব জন্মদিনের
উইশ কিংবা আয়োজন,
একদিন হবে আবার,
লান্সের সাথে ট্রিট পালন।

বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর মাত্র ক-টা দিন,
বলে ফেল ফোনালাপে মনে আছে যতো কথা,
দেখিস তোরা,
একদিন শেষ হবে মহামারীর এই মৃত্যুর ব্যথা।

বন্ধুরা আর ক-টা দিন,
প্লিজ আর ক-টা দিনই,
অনলাইন জগতে নিজেকে ব্যস্ত রাখ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
কাউকে নয় 

কাউকে নয় 

|নীহার রঞ্জন দাস   দেখুন মশাই অনেকদিন থেকেই ঘরবন্দি আমরা এখন লকডাউন তেমন ভাবে নেই আজ আমি আপনাদের সামনে আসতে পেরে খুব সতেজ ভাবছি নিজেকে ...
অরুণ দত্ত: বিস্মৃতির আড়ালে চলে যাওয়া এক মরমী কন্ঠ

অরুণ দত্ত: বিস্মৃতির আড়ালে চলে যাওয়া এক মরমী কন্ঠ

ড.গৌতম সরকার এই করোনাকালের মধ্যে নিঃশব্দে চলে গেলেন বাংলা গানের স্বর্ণযুগের এক কন্ঠশিল্পী। না, আজকের প্রজন্ম নাম শুনলে তাঁকে চিনতে পারবেননা, কিন্তু ষাট-সত্তরের দশকের সংগীতপ্রেমী ...
রাইটার্স ব্লক বা লেখকের বন্ধ্যাত্ব কাটাবেন যেভাবে

রাইটার্স ব্লক বা লেখকের বন্ধ্যাত্ব কাটাবেন যেভাবে

ছাইলিপি ডেস্ক রাইটারস ব্লক একটি সাধারণ যন্ত্রণা যা অনেক লেখক তাদের কর্মজীবনের কোনো না কোনো সময়ে অনুভব করেন। এটি এমন একটি শর্ত যেখানে একজন লেখক ...
এবার মরু: শেষ পর্ব

এবার মরু: শেষ পর্ব

গৌতম সরকার সব শুরুরই শেষ থাকে, নিয়মের নিগড়ে আমাদের ট্যুরও শেষ হল। ট্যুরটা খুব উপভোগ্য হল বলতে ভালো লাগছে, কারণ আমরা বাঙালিরা যেকোনো ট্যুরকে উপভোগ্য ...
হেমন্তের সকাল

হেমন্তের সকাল

প্রিয় রহমান আতাউর ভোরের কুয়াশায় আচ্ছন্ন গ্রাম সোনালী ধানক্ষেতের আল ধরে হেঁটে যাই আমি বাবুই পাখিদের দেখি ওদের কিচিরমিচির শব্দ কানে আসে কোথাও বা কাকতাড়ুয়া, ...
নেই, কোথাও কেউ

নেই, কোথাও কেউ

জোবায়ের রাজু গ্রাম থেকে শহরে এসেছে দিদার। ভর্তি হয়েছে শহরের নামকরা একটি কলেজে। এই শহরে থাকার মত দিদারের কেউ নেই। তাই সে বন্ধুদের সাথে মেসে ...