যেমন কখনো নীল সাদা আবার
কখনো ঘনকৃষ্ণ কিংবা ছাইরঙের
মেঘে ঢেকে থাকে বাহারি আকাশ,
জীবনও তেমনি কখনো আনন্দে,
বেদনায়, কখনো গভীর একাকীত্ব ও
বিষণ্ণতায় আবার কখনো বিয়েবাড়ির
হৈচৈ এর মধ্যে থেকেও একদমই
গুটিয়ে থাকে শামুকের মতো।
কখনোবা সদ্য ঋতুবতী নওল
কিশোরীর মতো বিষ্ময়াভিভূত এবং
গোপন ভয়ে জড়তাগ্রস্ত হয়ে নিজেরই
অন্তরের ভাঙনের ক্রন্দন লুকিয়ে
রেখে কী সুন্দর জীবনানন্দ হয়ে
সংসারের সং সাজি, ঝকঝকে
আয়নায় মুখ দেখি, লাবণ্য’র নিত্য
মুখঝামটানি কিংবা জীবনের প্রতি
চরম বিতৃষ্ণা নিয়েও বলি হাসিমুখে
“এই তো জীবন! আহা, জীবন! “