মানজুলুল হক
সমাজের রীতিনীতি হচ্ছে হয়, বৈষম্য থেকে যায়,
কোথাও মানুষ মানুষ নয়, মানুষগুলো বিক্রি হয়।
সেই শহরেই সমাজ গড়ে অন্যায় মাথা তোলে,
মিথ্যের আড়ালেতে সত্য ভাসে জলে।
দুর্নীতি দুর্নীতি করে যায় বোয়ালে,
পুঁটি এসে ধরা খায় নিরবেই যায় জেলে।
ধরা খেলেও ধনী থাকে রাজার সম্মানে,
কোমরে দড়িবেঁধে গরীবকে নেয় টেনে।
প্রমাণ মিডিয়ায়, এই দল ওই দল – হয় শুধু টানাটানি,
দোষ লুকিয়ে মন্ত্রী বলে- বিরোধী দলের উস্কানি।
ত্রাণ গুলো হচ্ছে উধাও, মানুষগুলো অনাহারে,
নেতারা সব বক্তা ভালো সাংবাদিকের সাক্ষাৎকারে।
গুনীজন আছে অনেক তারা যদি কথা বলে,
তাদের কলম থামিয়ে দিতে একের পর এক মামলা চলে।
শিক্ষিত যুবক ঘুরে মূল্যহীন কাগজ হাতে,
চাকরি আজ মিলে শুধু মামা,চাচার বদৌলতে।
এভাবেই যাচ্ছে দিন মানুষগুলো নির্বিকার,
হয়ত সুবোধ আসবে সেদিন, মানুষ পাবে অধিকার।
এই সমাজের সবটা কালো রক্ত চোষা প্রাণী,
তরুণেরা গর্জে উঠলে অরুণ আলো দিবে জানি।
ঢাকা,বাংলাদেশ।