এই সমাজে অনিয়ম হয় রোজ

এই সমাজে অনিয়ম হয় রোজ

মানজুলুল হক

সমাজের রীতিনীতি হচ্ছে হয়, বৈষম্য থেকে যায়,
কোথাও মানুষ মানুষ নয়, মানুষগুলো বিক্রি হয়।
সেই শহরেই সমাজ গড়ে অন্যায় মাথা তোলে,
মিথ্যের আড়ালেতে সত্য ভাসে জলে।
দুর্নীতি দুর্নীতি করে যায় বোয়ালে,
পুঁটি এসে ধরা খায় নিরবেই যায় জেলে।
ধরা খেলেও ধনী থাকে রাজার সম্মানে,
কোমরে দড়িবেঁধে গরীবকে নেয় টেনে।
প্রমাণ মিডিয়ায়, এই দল ওই দল – হয় শুধু টানাটানি,
দোষ লুকিয়ে মন্ত্রী বলে- বিরোধী দলের উস্কানি।
ত্রাণ গুলো হচ্ছে উধাও, মানুষগুলো অনাহারে,
নেতারা সব বক্তা ভালো সাংবাদিকের সাক্ষাৎকারে।
গুনীজন আছে অনেক তারা যদি কথা বলে,
তাদের কলম থামিয়ে দিতে একের পর এক মামলা চলে।
শিক্ষিত যুবক ঘুরে মূল্যহীন কাগজ হাতে,
চাকরি আজ মিলে শুধু মামা,চাচার বদৌলতে।
এভাবেই যাচ্ছে দিন মানুষগুলো নির্বিকার,
হয়ত সুবোধ আসবে সেদিন, মানুষ পাবে অধিকার।
এই সমাজের সবটা কালো রক্ত চোষা প্রাণী,
তরুণেরা গর্জে উঠলে অরুণ আলো দিবে জানি।

 

ঢাকা,বাংলাদেশ। 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
তবু বিশ্বাস করি I কবিতা I সাপ্তাহিক স্রোত

তবু বিশ্বাস করি I কবিতা I সাপ্তাহিক স্রোত

Iমৌসুমী চট্টোপাধ্যায় দাস   প্রতিনিয়ত অবদমিত ইচ্ছেরা মরতে মরতে একদিন জেদ-পাখা পেল৷ পাখনা মেলা জেদ পৌঁছে দিল এক রঙিন সূর্যোদয়ে৷ সে সূর্যোদয়ের নাম স্বনির্ভরতা৷ হাজারটা ...
ঝরে যাওয়া ফুলেরা

ঝরে যাওয়া ফুলেরা

জীবনের গল্প – লুনা রাহনুমা    “এই মুরগি আয়। ভাত খা, ডিমের তরকারিটা খা। আয় আয়।“ ঘরের দরজায় দাঁড়িয়ে উঠোনে ভাত ছিটান বিলকিস আক্তার। ডিম ...
 চোখে নামে বৃষ্টি 

 চোখে নামে বৃষ্টি 

জোবায়ের রাজু  পার্কের সবুজ ঘাসের গালিচায় দেড় ঘন্টা ধরে লিমার অপেক্ষায় বসে আছে নোমান। এই দেড় ঘন্টায় ফোনে বেশ ক’বার ওদের কথাও হয়েছে। অপেক্ষায় অস্থির ...
হেমন্তের মায়া

হেমন্তের মায়া

নিশিকান্ত রায় শিশিরের ফুলে কান্নার শব্দ লেগে থাকে রাতের পোশাকেও আলোর সেলাই বিশাল বাজারে কেউ নেই ঘুরেফিরে কায়ায় মোড়ানো এক অনন্তের মায়া। ঝানু সূর্যটাকে ব্যাগ ...
রহস্যঘেরা শিমুলতলা: পর্ব-২

রহস্যঘেরা শিমুলতলা: পর্ব-২

ড. গৌতম সরকার অনুদিদার বাড়িটা একদম একপ্রান্তে বলা চলে। এরপর লাট্টু পাহাড়ের দিকে যেতে আরও কয়েকটা বাড়ি আছে বটে, তবে সেগুলো অধিকাংশই আর বাসযোগ্য নয়। ...
“গাঁয়ের মেয়ে” | এম-এ-রুদ্র

“গাঁয়ের মেয়ে” | এম-এ-রুদ্র

|এম-এ-রুদ্র   গাঁয়ের মেয়ে নিঝুম কাল, কালো তাঁর কেশ। কেশের মাঝেই চুম্বক টানে, মাঝে আমার বেশ। সূপ্তবর্না হ্রদয় তাঁর, অষ্টবর্না আশা। ধাতুর মাঝেই রয়ে গেলো, ...