” একজন কবির কথা না রাখার লজ্জা “

" একজন কবির কথা না রাখার লজ্জা "
পথ চলতে চলতে দেখা হয়েছিলো কাশবনের পাশেই একটা
নাম না জানা নদীর সাথে।
ওর সাথে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প
করে যখন আবার হাঁটতে
শুরু করলাম, তখন দেখা হলো কয়েকটা অভিমানি গঙ্গাফড়িং এর সাথে।
ওরা আমার সাথে তাদের
অনেক দিনের জমানো অভিমানের কথা গুলো বললো মুখ ভার করে,
 তারপর চলে গেলো।
এদিকে তখন সন্ধ্যা নেমে এলো,
 একটু একটু করে সবকিছু যখন
অন্ধকার হয়ে আসলো,
তখন দেখি বেশ কিছু সুদর্শন
ও জোনাকির ঝাঁক উড়ে আসলো
 আমার সামনে, ওদের সাথেও
কথা হলো  বিনিময়।
ওরা বর্তমান পরিবেশে তাদের
টিকে থাকা কষ্টকর বলে অভিযোগ তুলে মানুষকে দোষারোপ করলো,
তারপর আবার কোথায় জানি
উধাও হয়ে গেলো।
এরপর আবার চলতে লাগলাম আমার পথে,
আমার পথে, হঠাৎ দেখি কিছু
শীতের পাখি উড়ে যাচ্ছিলো
জ্যোৎস্না ভেজা রাতে।
আমাকে দেখে ওরা একজায়গায়
চুপ করে একটা  বড়ো গাছের উপরে বসে কিচিরমিচির করে তাদের দুঃখের কথা গুলো মনেহয়
এক নিঃশ্বাসে বলে গেলো,
তারপরই ওরা আবার
উড়ে গেলো অসীম আকাশে।
এরপর হাঁটতে হাঁটতে যখন একটু ক্লান্ত হয়ে একটা গ্রামের আলপথ
ধরে হাঁটছিলাম ; তখন দূর্বাঘাস,
সদ্য কচি ধানের শীষ, শীমের
বেগুনি ফুল, কয়েকটা লাল পিঁপড়ের দল আমাকে বলে গেলো
ওদের যতো কথা।
আমি ওদের সবাইকে কথা দিয়েছিলাম
আমার কবিতায় ওদের অভিযোগ এবং দুঃখ গুলো তুলে ধরবো।
কিন্তু আমি পারিনি
এসব কিছুই তুলে ধরতে,
লজ্জা আর মানুষ হিসেবে
নিজের উপরই ঘৃণা কেবলই বাধা হয়ে দাঁড়িয়ে থাকলো পাহাড় সমান!
ওদের প্রত্যেকটা অভিযোগ মানুষের
বিরুদ্ধে ছিলো বলে আমারও
হলো না এতোদিন বলা!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
নগর পিশাচ

নগর পিশাচ

ভুতের গল্প – নাঈমুর রহমান নাহিদ   শহরের মানুষ ঘুমের রাজ্যে হারিয়েছে বেশ খানিকক্ষণ। স্টেশন থেকে বেরিয়ে কোন রিক্সা বা সিএনজি চোখে পড়লনা। এক দুটো ...
দুর্গা প্রতিমা তৈরীতে কেন দরকার হয় পতিতালয়ের মাটি?

দুর্গা প্রতিমা তৈরীতে কেন দরকার হয় পতিতালয়ের মাটি?

বেশ্যা বাড়ির মাটি শারদপ্রাতে, বাতাসে মিষ্টিঘ্রাণ আকাশে ওড়ে সাদা মেঘ, ধু ধু কুয়াশা ঘেরা প্রান্তরে মর্ত্যলোকে নামলেন দেবী! চারদিকে ছড়িয়ে গেলো সুঘ্রাণ, ধুপ-ধুনোর গন্ধ রাঙালো ...
শূন্য মন্দির মোর - হুসাইন দিলাওয়ার

শূন্য মন্দির মোর – হুসাইন দিলাওয়ার

 হুসাইন দিলাওয়ার শরতের বৃষ্টিস্নাত সকাল ।  ঘুমের জন্য যুতসই একটা আবহাওয়া ।  অন্যদিন সকাল ছয়-সাতটা নাগাদ রোদ উঠে যায় ।  রোদের তেজও থাকে গা জ্বালানো ...
সংসদ নির্বাচন ২০২৩: এগিয়ে কোন দল?

সংসদ নির্বাচন ২০২৩: এগিয়ে কোন দল?

সংসদ নির্বাচন ২০২৩: এগিয়ে কোন দল? BNP | Awamileuge | Jatiya Party | অবরোধের খবর | Bd Politics
দাম্পত্য জীবন

দাম্পত্য জীবন

জোবায়ের রাজু শিখার আজ বাসর রাত। সে চুপচাপ বাসর ঘরে বসে আছে। এখন রাত প্রায় বারটা। তার বর বাদল বারান্দায় কার সাথে যেন লম্বা আলাপ ...
বেলাশেষে

বেলাশেষে

গৌতম সরকার উল্টোদিকের রিকশাটা পাশ দিয়ে যাওয়ার সময় সওয়ারীর চমকে ওঠা দৃষ্টিটা চোখ এড়ালোনা পৃথ্বীশবাবুর। প্রতিবর্তী ক্রিয়ায় একটু ঝুঁকে পিছন ফিরে দেখলেন রিকশাটা দাঁড়িয়ে গেছে। ...