” একজন কবির কথা না রাখার লজ্জা “

" একজন কবির কথা না রাখার লজ্জা "
পথ চলতে চলতে দেখা হয়েছিলো কাশবনের পাশেই একটা
নাম না জানা নদীর সাথে।
ওর সাথে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প
করে যখন আবার হাঁটতে
শুরু করলাম, তখন দেখা হলো কয়েকটা অভিমানি গঙ্গাফড়িং এর সাথে।
ওরা আমার সাথে তাদের
অনেক দিনের জমানো অভিমানের কথা গুলো বললো মুখ ভার করে,
 তারপর চলে গেলো।
এদিকে তখন সন্ধ্যা নেমে এলো,
 একটু একটু করে সবকিছু যখন
অন্ধকার হয়ে আসলো,
তখন দেখি বেশ কিছু সুদর্শন
ও জোনাকির ঝাঁক উড়ে আসলো
 আমার সামনে, ওদের সাথেও
কথা হলো  বিনিময়।
ওরা বর্তমান পরিবেশে তাদের
টিকে থাকা কষ্টকর বলে অভিযোগ তুলে মানুষকে দোষারোপ করলো,
তারপর আবার কোথায় জানি
উধাও হয়ে গেলো।
এরপর আবার চলতে লাগলাম আমার পথে,
আমার পথে, হঠাৎ দেখি কিছু
শীতের পাখি উড়ে যাচ্ছিলো
জ্যোৎস্না ভেজা রাতে।
আমাকে দেখে ওরা একজায়গায়
চুপ করে একটা  বড়ো গাছের উপরে বসে কিচিরমিচির করে তাদের দুঃখের কথা গুলো মনেহয়
এক নিঃশ্বাসে বলে গেলো,
তারপরই ওরা আবার
উড়ে গেলো অসীম আকাশে।
এরপর হাঁটতে হাঁটতে যখন একটু ক্লান্ত হয়ে একটা গ্রামের আলপথ
ধরে হাঁটছিলাম ; তখন দূর্বাঘাস,
সদ্য কচি ধানের শীষ, শীমের
বেগুনি ফুল, কয়েকটা লাল পিঁপড়ের দল আমাকে বলে গেলো
ওদের যতো কথা।
আমি ওদের সবাইকে কথা দিয়েছিলাম
আমার কবিতায় ওদের অভিযোগ এবং দুঃখ গুলো তুলে ধরবো।
কিন্তু আমি পারিনি
এসব কিছুই তুলে ধরতে,
লজ্জা আর মানুষ হিসেবে
নিজের উপরই ঘৃণা কেবলই বাধা হয়ে দাঁড়িয়ে থাকলো পাহাড় সমান!
ওদের প্রত্যেকটা অভিযোগ মানুষের
বিরুদ্ধে ছিলো বলে আমারও
হলো না এতোদিন বলা!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
অচিনপুরের দেশে: নবম পর্ব

অচিনপুরের দেশে: নবম পর্ব

পাঞ্চালী মুখোপাধ্যায় এবং গৌতম সরকার   গৌতম সরকার কদিন নাগাড়ে বৃষ্টি হওয়ার পর আকাশ আবার ঝকঝকে তকতকে। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ ধান গাছের তেমন কোনো ক্ষতি ...
Want a Career in Technology? Make This Your Secret Weapon

Want a Career in Technology? Make This Your Secret Weapon

Cursus iaculis etiam in In nullam donec sem sed consequat scelerisque nibh amet, massa egestas risus, gravida vel amet, imperdiet volutpat rutrum sociis quis velit, ...
তটিনী ও নিহা সম্পর্কে কি কিছু হন?

তটিনী ও নিহা সম্পর্কে কি কিছু হন?

সিনেমানামা ডেস্ক আপনারা কি কখনো নাজনিন নিহা এবং তটিনীকে গুলিয়ে ফেলেছেন? অনেকেই হয়ত ফেলেছেন। কারণ বাংলাদেশের ছোট পর্দায় যে সকল তরুন তুর্কী আলো ছড়াচ্ছেন তাদের ...
শুভ সকাল - Good Morning (শুভেচ্ছা বার্তা - ২০২৪)

শুভ সকাল – Good Morning (শুভেচ্ছা বার্তা – ২০২৪)

শুভ সকাল হে বন্ধু! উঠুন এবং  নতুন দিনের নতুন সময়ের আহ্বানে। জীবনের অফার করা সমস্ত সম্ভাবনাকে আলিঙ্গন করার আজ একটি নতুন সুযোগ। সুপ্রভাত! আপনার দিনটি ...
মরিচিকা অভিলাস

মরিচিকা অভিলাস

দীপঙ্কর শীল   তুমি যদি এসো  নিদ্রালু নয়ন জেগে থাকবে, হৃদয় পরশে ঝরবে প্রেমবৃষ্টি যদি শুরু হয় এলোমেলো ঝড়, তবু মেঘজলে ভিজে পাশে রহিবে।   ...
নির্বাচিত ঈদের কবিতা ২০২৪

নির্বাচিত ঈদের কবিতা ২০২৪

ঈদ মোবারক আশিক মাহমুদ রিয়াদ বাতাসে বইছে দেখো আজ পবিত্রতার স্নিগ্ধতা আকাশে ফকফকে সূর্য, পাতা ঝিলমিল করা পত্রপল্লবি আজ এসেছে খুশির দিন, চারদিকে আনন্দের হিড়িক ...