একজন কবি এবং তার কবিতা | আতিদ তূর্য

একজন কবি এবং তার কবিতা | আতিদ তূর্য

আতিদ তূর্য

এক.

একটি সুস্বাদু জীবনের রেসিপি

তোর খোপায় গুঁজে দেবো,
পাহাড়ি কোন এক রঙিন ফুল।
তোকে নিয়ে ১৮০০ ফুট উঁচুতে,
হৃদয়ের টবে গুছিয়ে সাজাবো।
মেঘ আমাদের দেবে জল।
আমাদের উপত্যকায় হবে
আনারস,তরমুজ বা মিষ্টি কোন ফল।
জুম চাষে হবে স্বস্তির ঘুম।
পাহাড় ধসের মতোন ভয়গুলো যাবে ধসে!
প্রশ্রয়ের আদিম কামনা নিয়ে,
রাতের বেলায় তাড়ি-চোখে ফিরবো ঘরে
সংসারের একচ্ছত্র অধিপতির কাছে।
আধিপত্যবাদীর লোভী চোখ যেনো
না পায় আমাদের খোঁজ।
তাদের জ্বালানো আগুনকে আমরা বিড়াল শাবকের মতো মানাবো পোষ।
প্রকৃতির সন্তানকে পোড়ায় এমন সাধ্য কার?
দূর কোনো ঝর্ণা থেকে গোসল সেরে,
একখণ্ড লাল কাপড়ে বুকে জড়িয়ে তুই ফিরবি ভেজা চুলে, ভেজা মাটি দেবে তোর সলাজ প্রত্যাবর্তনের সাক্ষী।
হুঁকো হাতে দাওয়ায় বসে থাকবো আমি,
রোদে ঝলমল করা তোর শাদা শরীর,
দূর থেকেই আমার চোখে দেখাবে সোনালী ধানের স্নিগ্ধতা।
আমি হতে চাই না সেই বিচারপ্রার্থী,
যার বৌকে দুর্বৃত্তেরা দিনে-দুপুরে করবে ধর্ষণ বা খুন!
আমি শুধু নারী আর নিসর্গ বুকে নিয়েই
একজীবন কাটাবো ভেবেছি,
জমির দাগ-খতিয়ান বুঝি না,
শুধু বুঝি ভূমিপুত্রদের দীর্ঘ যাপিত ইতিহাস।

দুই.

উত্তমাশা

একটা ছোট্ট দ্বীপ হোক আমাদের।
আয়তনে খুবই ছোট,
যেন-বা এক চিলতে পাড়া।
চারিদিকে জল থাকলে ভালো,
নীর শুষে নেবে জলধি।
জোয়ারে চলাচলের জন্য
ছোট্ট ডিঙা থাক,
উঠোনে শুঁটকি শুকাবে তুমি,
অামি চোখে যদি-বা কম দেখি,
গন্ধ শুঁকে শুঁকে ঠিক চলে যাবো তোমার কাছে!

ছোট্ট একটি তিল থাক চিবুকে।
হাসিতে গজদাঁত থাক।
গলার ভাঁজে ঘাম থাকলে বেশ,
আয়োডিন পাওয়া যাবে চুমুতে।

দ্বীপ না হোক ছিটমহল থাক,
পরিচয় হোক ভাসমান কিংবা স্থানু।
স্থলকে আঁকড়ে হয়ে যাবো চিরস্থবির।
ধরো, কোনো এক সকালে,
হঠাৎ শুনতে পেলে-
তুমি-আমি ভাগ হয়ে গেছি রাষ্ট্রীয় জালে;
আমাদের মাঝে নামে যদি কাঁটাতার,
আরেকটি দেশভাগ কী হতে দেবে তুমি?

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
একগুচ্ছ কবিতা

একগুচ্ছ কবিতা

🖋 গোলাম কবির ” এখন ভালবাসা “ এখন ভালবাসা ভালবাসা বলে  যতোই চেঁচাও না কেনো ভালবাসা  আর পাবেনা কোথাও।  এখন মানুষের জীবন থেকে ভালবাসা  হারিয়ে ...
অণুগল্প-অবেলায় | আশিক মাহমুদ রিয়াদ

অণুগল্প-অবেলায় | আশিক মাহমুদ রিয়াদ

I আশিক মাহমুদ রিয়াদ  সেবার মিনুর মা মারা গেলেন হঠাৎ করেই। মিনুর বার্ষিক পরিক্ষার ফলফল প্রকাশ হয়েছে, মিনু ক্লাস নাইনে প্রথম হয়েছে। মিনুর মনে কি ...
ফাগুন প্রেয়সী

ফাগুন প্রেয়সী

শুভ্র শোভন রায় অর্ক নীল সমুদ্রের সীমাহীন গর্জন পিছে রেখে, প্রবালের বাঁধা পেরিয়ে ডোরাকাটা লালচে বালুচর আর সবুজে মন ফিরে যায় । দ্বীপজুড়ে সারি সারি ...
সুড়ঙ্গ : দেব-জিতের সাথে সিনেমা হলে লড়বেন আফরান নিশো? Suranga In India

সুড়ঙ্গ : দেব-জিতের সাথে সিনেমা হলে লড়বেন আফরান নিশো? Suranga In India

প্রোডাকশন হাউজ SVF এর নাম শোনেনি বাংলাভাষী এরকম দর্শক বোধহয় বেশ কমই আছে। দেব, জিৎ, কোয়েল থেকে শুরু করে প্রায় অভিনেতা-অভিনেত্রীদেরই বিগ এন্ড সাকসেসফুল ফিল্মগুলো ...
বিস্মৃতির আড়ালে

বিস্মৃতির আড়ালে

 সুতপা ব‍্যানার্জী(রায়) তিলোত্তমা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে লেভেল ক্রসিংয়ের খুঁটি ধরে। গাড়ি চলে যেতেও ওর মধ্যে এগোনোর কোন লক্ষণ দেখা গেল না। ওর মনের মধ্যে ...
এক গুচ্ছ প্রেমের কবিতা

এক গুচ্ছ প্রেমের কবিতা

গোবিন্দলাল হালদার  রূপের চন্দ্রিমা জোছনাও এসে ছুঁয়ে যায় অন্ধকার শরীর। আমি ছোঁয়াকে ছুয়ে দিয়েছি অনেক দিন আগে। ধবধবে আলোর উঠোনে পূর্ণিমা রাতের স্বাক্ষী নিয়ে। সুস্থ ...