একটা স্টিল ফোটোগ্রাফ 

একটা স্টিল ফোটোগ্রাফ 
অমিত মজুমদার 
দু’হাত ভরে আষাঢ় শ্রাবণ ঢালার পর
বুঝতে পারি তুমিই তো সেই কেশবতী
একটু আধটু গল্প হলে কিংবা চ্যাট
মানতে হবেই তুঙ্গে আমার বেস্পতি।
এরপরই তো কায়িকশ্রমে লোম খাঁড়া
তাবিজ খুলতে শুক্র ছেড়ে মঙ্গলে
স্নানের আগে প্রাচীন পেরেক নগ্ন হয়
শিরীষ ঘষে শরীর থেকে জং খোলে।
এটাই একটা রাজ্যস্তরের স্টিল ছবি
ইউটিউবের ক্লিপিংসগুলোয় ফাঁক থাকে
ঘোড়ার দৌড়ে পয়সাকে যে নাগাল পায়
সেই এখানে রাজার মতো নাক ডাকে।
রাজাই তবে লুঙ্গি নয়তো গেঞ্জি তার
শরীর জুড়ে বস্তিটাইপ কোলকাতা
হাতের তালু একটু দেখো ফ্ল্যাগ তুলে
লুকিয়ে রাখে তামাক ভর্তি গোল পাতা।
রাজস্ব নেই, চালেই বৃষ্টি শিলের ধুম
বর্ষা মানেই যোগ বিয়োগের কি দম্ভ!
মানোত্তীর্ণ ট্রাফিক পুলিশ সিল দিলেই
কঠিন থেকে তরল হবেই নিতম্ব।
এরও পরে মাথার থেকে লেজের দোষ
ওখান থেকেই সুতোর টানে বেল বটম
যতই এগোই পেছন থেকে তোমার মুখ
একটু জোরে হেঁচকি দিলেই খেল খতম।
কপাল ফেটেই লিখতে পারে নদীর নাম
সেসব ফাটল জোড়ার জন্য সৃষ্টি হাত
আলগা হাওয়ায় হাতের ওপর হাত রেখে
চোখের ওপর চোখ রাখাই তো বৃষ্টিপাত।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
তবুও একদিন...

তবুও একদিন…

নাহার আলম   কতো গল্পেরা ভেসে যায় বোবা কান্নার নিদারুণ জ্বালায়, কতো স্বপ্নেরা পুড়ে পুড়ে ছাই হয় অনিদ্রার আইলায়। কতো কথারা ফিকে হয় বিরল ইথার ...
Want a Career in Technology? Make This Your Secret Weapon

Want a Career in Technology? Make This Your Secret Weapon

Cursus iaculis etiam in In nullam donec sem sed consequat scelerisque nibh amet, massa egestas risus, gravida vel amet, imperdiet volutpat rutrum sociis quis velit, ...
ভোলা-বরিশাল সেতু নির্মাণ হবে কবে? Bhola Barishal Bridge

ভোলা-বরিশাল সেতু নির্মাণ হবে কবে? Bhola Barishal Bridge

পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে, গণপরিবহনে যাতায়াত সহ বিভিন্ন নাগরিক সেবা পেয়ে খুশি দক্ষিণাঞ্চলের প্রায় সব ক’টি জেলা। কিন্তু শুধু পদ্মা সেতুর সরাসরি সেবা ...
সেক্সবয়

সেক্সবয়

তসলিমা নাসরিন চৈতালি অপেক্ষা করছে সেক্সবয়ের জন্য। সন্ধেও নামবে, সেক্সবয়ও নামবে কলকাতায়। অন্ধকার সরিয়ে সরিয়ে দক্ষিণ কলকাতার এই গলিতে ঢুকবে বিমানবন্দর থেকে আসা সেক্সবয়ের ট্যাক্সি। ...
একটি নৈশ ভ্রমণ

একটি নৈশ ভ্রমণ

মূল গল্প : শায়খা হুসেইন হেলায়ী (ইসরাইল) অনুবাদ: আদনান সহিদ প্রতিরাতে বাবা কবরখানার পথ ধরে আমাদের বাড়িতে আসেন। বাগানে তাঁর আগমনী পদধ্বনি শুনতে পাই। আমার ...
তিনটি কবিতা

তিনটি কবিতা

ক্ষয়িষ্ণু জীবন পেছনে সরে গেছি অনেক দূরে দাঁড়িয়ে পামগাছটা একটা নিষ্প্রাণ মুখ তাকিয়ে থাকি প্রবল আর্কষণে- এভাবে ক্ষয়ে যাই পড়ন্ত বিকেল ঝরা বকুল,নক্ষত্র অথবা অশ্রæর ...