বুনোহাঁসের দল যখন ছুটে যায় জলে,
আমি দীঘর্শ্বাস ফেলি কিছু ফেলে আসা অতীতে।
আমার চোখ ঝাপসা হয়,
চশমাটা খুলে রাখি টেবিলে।
জানালার গ্রীল দিয়ে তাকিয়ে দেখি___
তুমি শুয়ে আছো পরম শান্তিতে।
তোমার বুকে বেড়ে উঠা বকুল গাছটা আজ বেশ বড় হয়েছে।
সে কি তোমার সাথে কথা বলে?
সে কি জানান দেয় আমি এসেছিলাম বিকেলে!
আজ অনেকটি বছর কেটে গেলো,
আমার চুলে পাক ধরেছে, তোমার ও চুলে পাক ধরতো। তুমিও চোখে ঝাপসা দেখতে।
আচ্ছা তোমার কি মনে পড়ে আমাদের প্রেমময় দিনগুলোর কথা।
তুমি ভার্সিটি শেষ করেই পার্কে চলে আসতে।
আমি বরাবরই দেরী করতাম।
তুমি রেগে হতে অগ্নীশর্মা।
আমি তোমার মান ভাঙাতাম ভিন্ন ছলা কৌশলে।
আমরা দুজনে একসাথে বসে ঘর বাধার স্বপ্ন দেখতাম। বেধেও ছিলাম।
একটা ছোট্ট ফ্ল্যাটে দুজন থাকতাম।
গৃহবন্দি শরনার্থীর মতো।
তুমি কি করে সামলে নিতে এসোব!
এতো কষ্টের পরেও তোমার কোন অভিযোগ ছিলোনা।
তুমি কথা দিয়েছিলে আরো অনেকদিন আমার হাতটি ধরে বাঁচবে।
তুমি কথা রাখনি।
এই আমাকে একা রেখে চলে গেলে।
কি শান্তিতে ঘুমোচ্ছো এখন।
অথচ আমার ঘুম নেই।
আমি জানি আমার সমস্ত ঘুম তুমি কেঁড়ে নিয়েছো।
তোমায় দেখতে মন চাচ্ছে, ভীষণ দেখতে মন চাচ্ছে।
একবার কি ফিরে আসতে পারোনা তুমি?
খুব বেশিতো দূরে থাকোনা।
আমার জানালার পাশেই শুয়ে আছো;নিথর নির্জীব।
একটিবার দেখতে চাই তোমায়, শুধু একটি বার।