একটিবার-মনিরুজ্জামান অনিক

একটিবার-মনিরুজ্জামান অনিক

মনিরুজ্জামান অনিক

 

 

বুনোহাঁসের দল যখন ছুটে যায় জলে,

আমি দীঘর্শ্বাস ফেলি কিছু ফেলে আসা অতীতে।

আমার চোখ ঝাপসা হয়,

চশমাটা খুলে রাখি টেবিলে।

জানালার গ্রীল দিয়ে তাকিয়ে দেখি___

তুমি শুয়ে আছো পরম শান্তিতে।

তোমার বুকে বেড়ে উঠা বকুল গাছটা আজ বেশ বড় হয়েছে।

সে কি তোমার সাথে কথা বলে?

সে কি জানান দেয় আমি এসেছিলাম বিকেলে!

আজ অনেকটি বছর কেটে গেলো,

আমার চুলে পাক ধরেছে, তোমার ও চুলে পাক ধরতো। তুমিও চোখে ঝাপসা দেখতে।

আচ্ছা তোমার কি মনে পড়ে আমাদের প্রেমময় দিনগুলোর কথা।

তুমি ভার্সিটি শেষ করেই পার্কে চলে আসতে।

আমি বরাবরই দেরী করতাম।

তুমি রেগে হতে অগ্নীশর্মা।

আমি তোমার মান ভাঙাতাম ভিন্ন ছলা কৌশলে।

আমরা দুজনে একসাথে বসে ঘর বাধার স্বপ্ন দেখতাম। বেধেও ছিলাম।

একটা ছোট্ট ফ্ল্যাটে দুজন থাকতাম।

গৃহবন্দি শরনার্থীর মতো।

তুমি কি করে সামলে নিতে এসোব!

এতো কষ্টের পরেও তোমার কোন অভিযোগ ছিলোনা।

তুমি কথা দিয়েছিলে আরো অনেকদিন আমার হাতটি ধরে বাঁচবে।

তুমি কথা রাখনি।

এই আমাকে একা রেখে চলে গেলে।

কি শান্তিতে ঘুমোচ্ছো এখন।

অথচ আমার ঘুম নেই।

আমি জানি আমার সমস্ত ঘুম তুমি কেঁড়ে নিয়েছো।

তোমায় দেখতে মন চাচ্ছে, ভীষণ দেখতে মন চাচ্ছে।

একবার কি ফিরে আসতে পারোনা তুমি?

খুব বেশিতো দূরে থাকোনা।

আমার জানালার পাশেই শুয়ে আছো;নিথর নির্জীব।

একটিবার দেখতে চাই তোমায়, শুধু একটি বার।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ছাইলিপি কেন ছাইলিপি?

ছাইলিপি কেন ছাইলিপি?

প্রিয় লেখক এবং পাঠক, ইতিমধ্যেই আপনারা জেনেছেন ছাইলিপি তরুণ এবং নবীন লেখকের লেখা প্রকাশের একটি নির্ভরযোগ্য মাধ্যম। ছাইলিপির সম্পাদক নিজেও একজন তরুণ লেখক। আর ছাইলিপি ...
অণুগল্প- এবং ঘুম অথবা ঘুম

অণুগল্প- এবং ঘুম অথবা ঘুম

 ঋভু চট্টোপাধ্যায়   ঘুম অসছে না।বেশ অনেক দিন ধরেই ঘুম আসছে না।প্রতিরাতে বালিশ মাথায় বাইরের দিকে তাকিয়ে শুয়ে থাকছি।জানলার ওপাশে অন্ধকার, তার ওপাশে আরো বাড়ি, ছোট বড়। বাড়ির ভিতরে লোকজন, সবাই ঘুমাচ্ছে। শুধু আমার চোখ ...
ক্ষতি 

ক্ষতি 

জোবায়ের রাজু  সেনাপাড়া বাজারের মোড়ে ডান হাত কাটা যে বয়স্ক মহিলাটি বসে বসে গলা ফাটানো আর্তনাদ করে ভিক্ষা করছে, তাকে দেখে আমার বুক ধক করে ...
সাহিত্যে নোবেল বিজয়ী কবি লুই গ্লুক ২০২০ - তাঁর কিছু অবদান

সাহিত্যে নোবেল বিজয়ী কবি লুই গ্লুক ২০২০ – তাঁর কিছু অবদান

শিবাশিস মুখোপাধ্যায়   লুই গ্লুক 1944 সালে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেছিলেন এবং লং আইল্যান্ডে বেড়ে ওঠেন। তিনি  সারাহ লরেন্স কলেজ  এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ...
তোমাকে | কামরান চৌধুরী

তোমাকে | কামরান চৌধুরী

| কামরান চৌধুরী  তোমাকে ভীষন অপছন্দ আমার, অথচ,গেলো কয়েকটি বছর তুমি আমারই পছন্দের ছিলে! তোমাকে ভীষন ঘেন্না লাগে আমার, তুমি মিথ্যে অভিনয়ের মঞ্চ কাঁপানো প্রেমিকা! ...
বিজয় উল্লাস

বিজয় উল্লাস

অশোক কুমার পাইক কত রক্তের বিনিময়ে বাংলাদেশ পেলাম হে বীর শহীদেরা নাও আমাদের সেলাম, একাত্তরে ভয়াবহ সেই পাক তান্ডব লীলা মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম হয়নি ঢিলা ...