ফজলে রাব্বী দ্বীন
একটি সকাল
পাখিদের ভয়ে পালিয়ে বেড়ায় তমসার উদ্যানে,
নখের খোঁচায় ঠোঁট ফেটেছে এ সকালে শঙ্খচিলের।
একটি রাত
নিস্তব্ধে যে ঘুমিয়ে পড়ে ভূমিকম্পের তীব্র বেদনায়,
আজ কতদিন তারার সাথে দেখা করার প্রশ্ন তোলেনি শশী।
একটি পাতা
বাসস্থান থেকে ছিটকে পড়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে,
তবুও সবুজ মাঠের পরিচয় দেয়নি বিকেলের সুবাতাস।
একটি সময়
অসময়ের মাঝে ডুবিয়ে দিয়েছে প্রণয়ের যত প্রাণ
তত তিক্ততায় জোয়ার তুলেনি প্রকৃতির কোন জলধর!
ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
প্রথম বর্ষ,
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)।