একটি কলম চাই | মনিরুজ্জামান অনিক | সাপ্তাহিক স্রোত -১১

একটি কলম চাই  | মনিরুজ্জামান অনিক | সাপ্তাহিক স্রোত -১১

| মনিরুজ্জামান অনিক

 

সেই কলমটা খুঁজতে খুজঁতে আমি ক্লান্ত।

ঝিম মেরে বসে আছি জং ধরা জানালার পাশে,

কতোকাল যে বসে আছি ঠিক ঠাওর করতে পারছিনা,জানালা গলিয়ে সবুজ লতাটা আমাকে পেচিয়ে নিয়েছে,,,!

সে এখন ভাগ চায় আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে।

 

আমি অবশ হয়ে দেখি তাকে,,,

কি নির্মল সবুজ, অথচ ভিতরে ভিতরে কতটুকু খাঁজকাটা তার আত্মা।

আমি সেই কলমটা খুঁজছি আজ হতে বহুকাল আগে থেকে।

একটা কবিতা লিখবো বলে,

তোমাকে নিয়ে বহুকাল ধরে।

আমি মারা যাবার ঠিক আগমুহূর্তে আমি তোমাকে শুনাবো সেই কবিতা,,,,,

যেখানে বর্ণিত হবে আমার প্রতি তোমার অবহেলার কুশপুত্তলিকা।

আমার অবর্তমানে সেই হবে তোমার নিত্যদিনকার পথচলা।

একটা কবিতা লিখবো,,,,

খুব অল্প অল্প করে,,,

তোমাকেই নিয়ে।

সেই কলমটা চাই,, মনে মনে প্রাণপনে।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
কবিতা-নারী

কবিতা-নারী

 সেগুফতা আনসারী   জন্ম জন্মান্তরে, যুগ যুগান্তরে যে নারী করিছে পুরুষের আরতি, সে নয় ত কোন ভোগের পন্য সে যে একসাথে চলার সারথি।   পুরুষের ...
মন  কোটরের ইচ্ছে - শাদিয়া ইসলাম লিজা

মন কোটরের ইচ্ছে – শাদিয়া ইসলাম লিজা

শাদিয়া ইসলাম লিজা   আমারও ইচ্ছে করে তোর কাঁধে মাথা রাখতে বলতে ইচ্ছে করে মনের ভেতরের বাক্স বন্দী কথা গুলো  বাক্স বন্দী কথা গুলো কতবার ...
মাহে রমজান

মাহে রমজান

গোলাম কবির আসছে মাহে রমজান, আমরা বলি – আহলান সাহলান! কিন্তু তারপর? দ্রব্যমূল্যের পারদ আসমান ছুঁয়ে যায়! তেল, পেঁয়াজ, চিনি, মাছমাংস, এমনকি সামান্য বেগুনের দামের ...
অচিনপুরের দেশে: সপ্তম পর্ব

অচিনপুরের দেশে: সপ্তম পর্ব

গৌতম সরকার হেলথ সেন্টারটা গ্রামের উত্তর দিকে। এই গ্রামে সপ্তাহান্তিক যে হাট বসে, সেই হাটতলা পেরিয়ে যেতে হয়। মাঠ থেকে ফিরে খাওয়া-দাওয়া সেরে বেরোতে চাইছিলাম, ...
ফ

ফ বাংলা ভাষার বাইশতম ব্যাঞ্জনবর্ণ হলো- ফ। ফ অক্ষরটি বাংলা বর্ণমালার তেত্রিশতম অক্ষর। ফ এর সাথে যখন আ যোগ হয়(+) তখন – ‘ফা’ হয় আবার ...
বৃষ্টি - তখন এবং এখন

বৃষ্টি – তখন এবং এখন

।গোলাম কবির  একটা সময় ছিলো, যখন বৃষ্টি হলেই জানালায় দাঁড়িয়ে বৃষ্টির বিন্দু গুলোকে ছুঁয়ে দেখতাম যেনো প্রেমিকার মসৃণ পেলব গাল! একটা সময় ছিলো, যখন বৃষ্টি ...