সেই কলমটা খুঁজতে খুজঁতে আমি ক্লান্ত।
ঝিম মেরে বসে আছি জং ধরা জানালার পাশে,
কতোকাল যে বসে আছি ঠিক ঠাওর করতে পারছিনা,জানালা গলিয়ে সবুজ লতাটা আমাকে পেচিয়ে নিয়েছে,,,!
সে এখন ভাগ চায় আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে।
আমি অবশ হয়ে দেখি তাকে,,,
কি নির্মল সবুজ, অথচ ভিতরে ভিতরে কতটুকু খাঁজকাটা তার আত্মা।
আমি সেই কলমটা খুঁজছি আজ হতে বহুকাল আগে থেকে।
একটা কবিতা লিখবো বলে,
তোমাকে নিয়ে বহুকাল ধরে।
আমি মারা যাবার ঠিক আগমুহূর্তে আমি তোমাকে শুনাবো সেই কবিতা,,,,,
যেখানে বর্ণিত হবে আমার প্রতি তোমার অবহেলার কুশপুত্তলিকা।
আমার অবর্তমানে সেই হবে তোমার নিত্যদিনকার পথচলা।
একটা কবিতা লিখবো,,,,
খুব অল্প অল্প করে,,,
তোমাকেই নিয়ে।
সেই কলমটা চাই,, মনে মনে প্রাণপনে।