“একটি গ্রাম, একটি শহর”

"একটি গ্রাম, একটি শহর"
এম.সাইদুল ইসলাম তালুকদার
দুর্বাসিত একটা রুদ্ধ শহর ছেড়ে গ্রামে এসেছি
যে শহরে সতেজ অনুভূতিগুলোর মৃত্যু হয়েছে অনিবার,
সমীরচ্যুত বিষাদের চারদেয়াল ছেড়ে ঘরে ফিরেছি
যে দেয়ালে বন্দি পাখির মতো ছটফট করেছি বহুবার।
আমি এখন এক মুক্ত পাখি, প্রসুপ্ত আমার হৃদয়
এখন আমি গাঁয়ের মাতাল, ছুটছি আপন ছুতোয়।
এখানে কেউ রুখিবার নাই তাই কেউ রুখে না
এখানে অনেকে থমকে দাঁড়ায়, চোখে বিমুগ্ধের সূচনা।
এখানে আছে মাঠের পর মাঠ, দিগন্তের পর দিগন্ত
দিকবিদিক সবুজ থেকে সবুজে মিশে একাকার,
এখানে আছে আদিকবি’র ধ্যানে বেদিশার পথ চলন্ত
মৃদু হাওয়ার ছোঁয়ায় ধান খেতের বিস্তৃত সমাহার।
এখানে আছে শরতের কাশফুল, কদম ফুটা বর্ষা
আরো আছে খেজুররসে মিষ্টি শীতের সকাল,
এখানে আছে কোকিলকণ্ঠে বসন্ত, নবান্ন উৎসব হেমন্ত
আরো আছে আম কিংবা গ্রীষ্মের পাকা কাঁঠাল।
এখানে আছে গাঁয়ের সাজে রাতের সুন্দর একটি চাঁদ
জোছনা সাজে পল্লীবালিকার অবাক রূপের ঝলক,
এখানে আছে জোনাকির পিছুপিছু দুরন্ত ছেলেবেলা
আরো আছে গুপ্তচরে মুগ্ধ হওয়া না পড়িবার পলক।
এখানে আছে পল্লীকবি’র প্রিয় নকশিকাঁথার মাঠ
আরো আছে পড়ন্ত বিকেলের অপ্রতীম কিছু দৃশ্য,
এখানে আছে গোধূলির সন্ধ্যায় নিস্তব্ধ-নীরবতা
আরো আছে বিদীর্ণ ঐতিহ্যের হয়ে পড়া নিঃস্ব।
ওরা শহুরে বড্ড অভাগা, ক্লান্তির ঘন ঢাকা অন্ধকারে
বিছানায় কেটে যায় ওদের কুসুম রোদের সকাল,
ওরা গ্রামের বিশুদ্ধ প্রকৃতির সৌন্দর্য থেকে বঞ্চিত
বিষাক্ত সমীরে আসক্ত হয়ে ওদের মরণদশা অকাল।
সেখানে নেই নীরব সন্ধ্যা কিংবা সকাল বেলার পাখি
আছে শুধু নিয়ম করা কাক ডাকা ভোর,
সেখানে নেই পুরো একটি নিস্তব্ধ রাতের প্রসুপ্ত বিশ্রাম
আছে শুধু ব্যস্ত শহরে ক্লান্তির খোলা দোর।
সেখানে নেই বিস্তৃত সরিষা খেত আর ফুটন্ত হলুদ ফুল
আছে শুধু পরিম্লান ঘাসে ধূলি পড়া ক্ষয়,
সেখানে নেই অতিথি পাখির অপলক মুক্তির আকাশ
আছে শুধু নিজেকে হারিয়ে ফেলার ভয়।
সেখানে কোথাও নেই একজন পল্লীকবি জসিমউদ্দীন
কোথাও নেই নকশীকাঁথার মাঠ কিংবা ঘন ঢাকা সবুজ
আছে শুধু ইটের পর ইট, পাথরের পর পাথর,
সেখানে ওরা মুগ্ধ হয়ে চাঁদের আলো দেখে না
সেখানে ওরা অবাক জোছনা গায়ে মাখে না
দেখে শুধু বিষাদময় একটুকরো সাঁঝবাতির শহর।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
অণুগল্প-ওয়াদা । জোবায়ের রাজু

অণুগল্প-ওয়াদা । জোবায়ের রাজু

|জোবায়ের রাজু    মির্জা বাড়ির কবির মির্জা আমাদের মত খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করেন না। প্রাচুর্যের বড়াই তার চিরকালের। মির্জা বাড়ির সদর দরজায় বিশাল ...
যেমন গানের রেওয়াজ, শরীরীর চর্চা, সাঁতার শেখা,  তেমনি নিয়মিত রবীন্দ্র সাহিত্য চর্চা খুবই জরুরী

যেমন গানের রেওয়াজ, শরীরীর চর্চা, সাঁতার শেখা, তেমনি নিয়মিত রবীন্দ্র সাহিত্য চর্চা খুবই জরুরী

 মিরাজুল হক তখন কি হবে? যখন আমাদের নতুন প্রজন্ম চোদ্দ পনের বয়সের ছেলেমেয়েদের কাছ থেকে কিছু প্রত্যশা করা হবে । বিশেষ করে আশা করা হবে ...
চার কালেমা; আত্ত্যাহিয়্যাতু, দুরূদ শরীফ

চার কালেমা; আত্ত্যাহিয়্যাতু, দুরূদ শরীফ

ঈমান ঈমান আরবি শব্দ। যার অর্থ মনে-প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) কে মহান আল্লাহ তা’য়ালা এ দুনিয়াতে যা কিছু দিয়ে ...
এখন আমি কাউকেই বিশ্বাস করি না

এখন আমি কাউকেই বিশ্বাস করি না

জোবায়ের মিলন এখন আমি কাউকেই বিশ্বাস করি না মেজর সিনহার ঘটনায় চাঁদ অার সূর্য বাতিল করলো কফির অাড্ডা বন্যায় অাগত জলে শিশুরা ভাসাল নৌকা কিছু ...
যোগফল শূন্য I কবিতা  I মৌটুসী চাকমা

যোগফল শূন্য I কবিতা I মৌটুসী চাকমা

Iমৌটুসী চাকমা   ভীষণ আলোর মাঝে হেঁটে যাওয়া আমি এক ক্লান্ত আঁধারিতে ভরা ছায়াপথ। যার কেন্দ্র আছে কিন্তু নেই কোন শৃঙ্খলিত কক্ষপথ! কেন্দ্রের বলয়ে ঘুরতে ...
ঈদ এলো

ঈদ এলো

তপন মাইতি চাঁদ উঠেছে আকাশে ওই শাবান মাসের পরে রমজান শেষে পবিত্র ঈদ এলো ঘরে-ঘরে! পশ্চিমাকাশে চাঁদ উঠেছে যেন খুশির তরবারী, ঘরে ঘরে বইয়েছে আজ ...