“একটি গ্রাম, একটি শহর”

"একটি গ্রাম, একটি শহর"
এম.সাইদুল ইসলাম তালুকদার
দুর্বাসিত একটা রুদ্ধ শহর ছেড়ে গ্রামে এসেছি
যে শহরে সতেজ অনুভূতিগুলোর মৃত্যু হয়েছে অনিবার,
সমীরচ্যুত বিষাদের চারদেয়াল ছেড়ে ঘরে ফিরেছি
যে দেয়ালে বন্দি পাখির মতো ছটফট করেছি বহুবার।
আমি এখন এক মুক্ত পাখি, প্রসুপ্ত আমার হৃদয়
এখন আমি গাঁয়ের মাতাল, ছুটছি আপন ছুতোয়।
এখানে কেউ রুখিবার নাই তাই কেউ রুখে না
এখানে অনেকে থমকে দাঁড়ায়, চোখে বিমুগ্ধের সূচনা।
এখানে আছে মাঠের পর মাঠ, দিগন্তের পর দিগন্ত
দিকবিদিক সবুজ থেকে সবুজে মিশে একাকার,
এখানে আছে আদিকবি’র ধ্যানে বেদিশার পথ চলন্ত
মৃদু হাওয়ার ছোঁয়ায় ধান খেতের বিস্তৃত সমাহার।
এখানে আছে শরতের কাশফুল, কদম ফুটা বর্ষা
আরো আছে খেজুররসে মিষ্টি শীতের সকাল,
এখানে আছে কোকিলকণ্ঠে বসন্ত, নবান্ন উৎসব হেমন্ত
আরো আছে আম কিংবা গ্রীষ্মের পাকা কাঁঠাল।
এখানে আছে গাঁয়ের সাজে রাতের সুন্দর একটি চাঁদ
জোছনা সাজে পল্লীবালিকার অবাক রূপের ঝলক,
এখানে আছে জোনাকির পিছুপিছু দুরন্ত ছেলেবেলা
আরো আছে গুপ্তচরে মুগ্ধ হওয়া না পড়িবার পলক।
এখানে আছে পল্লীকবি’র প্রিয় নকশিকাঁথার মাঠ
আরো আছে পড়ন্ত বিকেলের অপ্রতীম কিছু দৃশ্য,
এখানে আছে গোধূলির সন্ধ্যায় নিস্তব্ধ-নীরবতা
আরো আছে বিদীর্ণ ঐতিহ্যের হয়ে পড়া নিঃস্ব।
ওরা শহুরে বড্ড অভাগা, ক্লান্তির ঘন ঢাকা অন্ধকারে
বিছানায় কেটে যায় ওদের কুসুম রোদের সকাল,
ওরা গ্রামের বিশুদ্ধ প্রকৃতির সৌন্দর্য থেকে বঞ্চিত
বিষাক্ত সমীরে আসক্ত হয়ে ওদের মরণদশা অকাল।
সেখানে নেই নীরব সন্ধ্যা কিংবা সকাল বেলার পাখি
আছে শুধু নিয়ম করা কাক ডাকা ভোর,
সেখানে নেই পুরো একটি নিস্তব্ধ রাতের প্রসুপ্ত বিশ্রাম
আছে শুধু ব্যস্ত শহরে ক্লান্তির খোলা দোর।
সেখানে নেই বিস্তৃত সরিষা খেত আর ফুটন্ত হলুদ ফুল
আছে শুধু পরিম্লান ঘাসে ধূলি পড়া ক্ষয়,
সেখানে নেই অতিথি পাখির অপলক মুক্তির আকাশ
আছে শুধু নিজেকে হারিয়ে ফেলার ভয়।
সেখানে কোথাও নেই একজন পল্লীকবি জসিমউদ্দীন
কোথাও নেই নকশীকাঁথার মাঠ কিংবা ঘন ঢাকা সবুজ
আছে শুধু ইটের পর ইট, পাথরের পর পাথর,
সেখানে ওরা মুগ্ধ হয়ে চাঁদের আলো দেখে না
সেখানে ওরা অবাক জোছনা গায়ে মাখে না
দেখে শুধু বিষাদময় একটুকরো সাঁঝবাতির শহর।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
নাজনিন নিহার জীবনী; Naznin Niha Lifestyle | বয়স | উচ্চতা |  Biography

নাজনিন নিহার জীবনী; Naznin Niha Lifestyle | বয়স | উচ্চতা | Biography

সিনেমানামা ডেস্ক বর্তমান সময়ে বাংলা নাটকের অনতম জনপ্রিয় মুখ নাজনিন নিহা। নাজনিন নিহাকে খুব বেশি একটা কাজের মধ্যে দেখা না গেলেও তিনি বেশ আলো কেড়ে ...
মাসপয়লা - গৌতম সরকার

মাসপয়লা – গৌতম সরকার

ড. গৌতম সরকার ছোটবেলায় ইংরেজি মাসের এক তারিখটা একটু অন্যরকম ভাবে আসত; বিছানায় শুয়ে শুয়ে টের পেতাম বাড়ির সবাই উঠে পড়েছে, আমি আর আমার ছোট ...
নিবন্ধ: মহালয়া

নিবন্ধ: মহালয়া

বিপ্লব গোস্বামী মহালয়া শারদ উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ।হিন্দু ধর্ম মতে মহালয়ার দিন থেকেই দূর্গা পূজার সূচনা হয়।শাস্ত্র অনুসারে এই দিন মহাশক্তি দূর্গতিনাশিনী অসুরবিনাশিনী দেবী দূর্গা ...
ক্রান্তিকাল

ক্রান্তিকাল

কাজী আশিক ইমরান দেখেনি কেউ অপরাহ্ন,আহ! কতোদিন থেমে ছিল মৃদু পরিমল। শান বাঁধানো খোলা ডাস্টবিন আবর্জনা নয়, লাশের স্তুপ চেয়েছিলো। ক্রিং ক্রিং হর্নে জেগে উঠা ...
গল্প- দস্যি রাগ

গল্প- দস্যি রাগ

আহমেদ বিন মুখতার  অনেক খোঁজার পরও রাগের কারণ খুঁজে পায় নি নিপা। বা পার্শে কাত হয়ে এদিক সেদিক মন দৌড়াচ্ছিলো সে।  সকাল থেকে মনের গতি ...
গরিব চাষি

গরিব চাষি

সেকেন্দার আলি সেখ   আগুন জ্বলে ক্ষেত খামারে গরিব চাষির বুকে পায়ে ফেলে মাথার ঘাম নেইকো কৃষক সুখে আগুন জ্বলে গ্রাম ছাড়িয়ে রুক্ষ মাঠের শেষে ...