একদিন আধার রাতের অন্তিমে
অভিশপ্ত করোনার শেষে,
আমরা সবাই স্বাধীন বেশে
মুখে হাঁসি বুকে বল,
করবো মোরা আলিঙ্গন।
লাঙ্গল কাধে কৃষক যাবে সোনালী ধানের চাষে।
দিন মজুর কষ্ট গুছাবে নতুন কাজের খোঁজে!
রিকশা চালক হাসির বাকে,বলবে ভাই কোথে যাবে?
ক্ষুদার স্বাদে পথে পথে ঘুরবে ভিক্ষুক-খুজবে অনাহারে! পাবে সেদিন মুঠো ভরে।
মধ্যবিত্ত চাপা কষ্ট ভুলে আপন কাজ করবে হেঁসে।
পথের কুকুর খাবার পেয়ে, পঁচা ভাত-মাংসে দাঁত খিলাবে!
আশীর্বাদ করোনা শেষে,
পৃথিবী আবার স্বাভাবিক গতিতে পাপের রাজ্যে স্বাগত হবে।
স্রষ্টাকে ভুলে সৃষ্টি সব আবার পাপে লিপ্ত হয়ে,
দুর্নীতি আবার গ্রাস করবে এই ধরণীর বুকে।
দলে দলে বিরোধ হয়ে বিধ্বস্ত হবে নগরী,
চাঁদাবাজি,সন্ত্রাসী,হত্যা,রাহাজানি –
পূর্ণ হবে পুনরায় এই সোনার খনি!
ধর্ষিতার চিৎকার আবার শোনা যাবে চরিত্রহীনা এ সমাজে বুকে।
খুনের দায়ে বেড়ে যাবে আদালতের দাড়িপাল্লাও !
শাসকের কাছে পৌঁছে যাবে আমার কেনা জমিজমা।
আঘাত চলবে পৃথিবীর বুকে,
ধ্বংসস্তূপের কারণ হবে পরমাণু নিওক্লিয়ার বোমা !
শেখেরচর,নরসিংদী