একদিন করোনা শেষে

একদিন করোনা শেষে

Iমোস্তাফিজুর রহমান হিমেল

 

একদিন আধার রাতের অন্তিমে

অভিশপ্ত করোনার শেষে,

আমরা সবাই স্বাধীন বেশে 

মুখে হাঁসি বুকে বল,

করবো মোরা আলিঙ্গন।

 

লাঙ্গল কাধে কৃষক যাবে সোনালী ধানের চাষে।

দিন মজুর কষ্ট গুছাবে নতুন কাজের খোঁজে!

রিকশা চালক হাসির বাকে,বলবে ভাই কোথে যাবে?

ক্ষুদার স্বাদে পথে পথে ঘুরবে ভিক্ষুক-খুজবে অনাহারে! পাবে সেদিন মুঠো ভরে।

মধ্যবিত্ত চাপা কষ্ট ভুলে আপন কাজ করবে হেঁসে।

পথের কুকুর খাবার পেয়ে, পঁচা ভাত-মাংসে দাঁত খিলাবে!

 

আশীর্বাদ করোনা শেষে,

পৃথিবী আবার স্বাভাবিক গতিতে পাপের রাজ্যে স্বাগত হবে।

স্রষ্টাকে ভুলে সৃষ্টি সব আবার পাপে লিপ্ত হয়ে,

দুর্নীতি আবার গ্রাস করবে এই ধরণীর বুকে।

দলে দলে বিরোধ হয়ে বিধ্বস্ত হবে নগরী,

চাঁদাবাজি,সন্ত্রাসী,হত্যা,রাহাজানি –

পূর্ণ হবে পুনরায় এই সোনার খনি!

ধর্ষিতার চিৎকার আবার শোনা যাবে চরিত্রহীনা এ সমাজে বুকে।

খুনের দায়ে বেড়ে যাবে আদালতের দাড়িপাল্লাও !

শাসকের কাছে পৌঁছে যাবে আমার কেনা জমিজমা।

আঘাত চলবে পৃথিবীর বুকে,

ধ্বংসস্তূপের কারণ হবে পরমাণু নিওক্লিয়ার বোমা !

 

 শেখেরচর,নরসিংদী

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ছেলেবেলার ঈদের খুশি

ছেলেবেলার ঈদের খুশি

ইমতিয়াজ সুলতান ইমরান কিছু স্মৃতি, কিছু প্রীতি, যায় না ভোলা কভু স্মৃতির মায়া, প্রীতির মায়া, হয় না জবু-থবু। কিছু স্মৃতি বিশেষ ক্ষণে মনটা নাড়ে ঠিকই ...
জানালাটা খোলা ছিল

জানালাটা খোলা ছিল

তওহিদ মাহমুদ হোসেন শব্দটা হলো ধপ্ করে, চাপা ধরণেরও। আর সাথে সাথেই বিচ্ছিরি একটা ‘ক্যাঁ…ও’ চিৎকার, বিড়ালের। এক মনে রান্না করছিল তুবা। খুব সাবধানে ডিমের ...
নক্ষত্রের প্রতিবেশী

নক্ষত্রের প্রতিবেশী

সুজন আরিফ তোমার দোষ একটাই,তুমি কেন নক্ষত্রের প্রতিবেশী জানতো,সুদূরে চোখ রেখে- উড়ন্ত পাখি দেখা আমার বহুদিনের স্বভাব স্পর্শের নামতায় উড়িয়ে দিই প্রণয়ের দারুণ ফানুস ভেঙে ...
ক্রান্তিকাল

ক্রান্তিকাল

কাজী আশিক ইমরান দেখেনি কেউ অপরাহ্ন,আহ! কতোদিন থেমে ছিল মৃদু পরিমল। শান বাঁধানো খোলা ডাস্টবিন আবর্জনা নয়, লাশের স্তুপ চেয়েছিলো। ক্রিং ক্রিং হর্নে জেগে উঠা ...
"আমার দেহখান নিও না শ্মশান" কার জন্য লেখা?

“আমার দেহখান নিও না শ্মশান” কার জন্য লেখা?

আশিক মাহমুদ রিয়াদ “এক দুঃস্বপ্নে ফুঁটেছে ভোর বিলীন হয়েছে নির্ঝর নক্ষত্র নিরবে! যে নক্ষত্রকে খুঁজে পাবে না কেউ গানের প্রতিটা ছন্দে!” “Odd Signeture” ব্যান্ডের ভোকালিস্ট/গিটারিস্ট ...
দু'টো নামের আদ্যাক্ষর ও যোগচিহ্ন 

দু’টো নামের আদ্যাক্ষর ও যোগচিহ্ন 

রফিকুল নাজিম  দেড় যুগ পর সেদিন কলেজে গেলাম গেইটে দারোয়ান কদম আলী ভাই আর নেই দেখলাম নতুন লোক পাহারায় বসা বাকি সব আগের মতই আছে। ...