একদিন করোনা শেষে

একদিন করোনা শেষে

Iমোস্তাফিজুর রহমান হিমেল

 

একদিন আধার রাতের অন্তিমে

অভিশপ্ত করোনার শেষে,

আমরা সবাই স্বাধীন বেশে 

মুখে হাঁসি বুকে বল,

করবো মোরা আলিঙ্গন।

 

লাঙ্গল কাধে কৃষক যাবে সোনালী ধানের চাষে।

দিন মজুর কষ্ট গুছাবে নতুন কাজের খোঁজে!

রিকশা চালক হাসির বাকে,বলবে ভাই কোথে যাবে?

ক্ষুদার স্বাদে পথে পথে ঘুরবে ভিক্ষুক-খুজবে অনাহারে! পাবে সেদিন মুঠো ভরে।

মধ্যবিত্ত চাপা কষ্ট ভুলে আপন কাজ করবে হেঁসে।

পথের কুকুর খাবার পেয়ে, পঁচা ভাত-মাংসে দাঁত খিলাবে!

 

আশীর্বাদ করোনা শেষে,

পৃথিবী আবার স্বাভাবিক গতিতে পাপের রাজ্যে স্বাগত হবে।

স্রষ্টাকে ভুলে সৃষ্টি সব আবার পাপে লিপ্ত হয়ে,

দুর্নীতি আবার গ্রাস করবে এই ধরণীর বুকে।

দলে দলে বিরোধ হয়ে বিধ্বস্ত হবে নগরী,

চাঁদাবাজি,সন্ত্রাসী,হত্যা,রাহাজানি –

পূর্ণ হবে পুনরায় এই সোনার খনি!

ধর্ষিতার চিৎকার আবার শোনা যাবে চরিত্রহীনা এ সমাজে বুকে।

খুনের দায়ে বেড়ে যাবে আদালতের দাড়িপাল্লাও !

শাসকের কাছে পৌঁছে যাবে আমার কেনা জমিজমা।

আঘাত চলবে পৃথিবীর বুকে,

ধ্বংসস্তূপের কারণ হবে পরমাণু নিওক্লিয়ার বোমা !

 

 শেখেরচর,নরসিংদী

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
রম্য সাহিত্যে পুরস্কার পেলেন শফিক হাসান

রম্য সাহিত্যে পুরস্কার পেলেন শফিক হাসান

রম্যরচনায় ‘উপমা সাহিত্য পুরস্কার’ পেয়েছেন তরুণ লেখক শফিক হাসান। গত বৃহস্পতিবার (২৫ মে, ২০২৩) রাজধানী ঢাকার পুরানা পল্টনের একটি হলরুমে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। ...
এই মোহময় দিনে  [চারটি কবিতা]

এই মোহময় দিনে [চারটি কবিতা]

শাহান আলম ১. এই মোহময় দিনে— নীরবে তাকিয়ে দেখি; তোমার ঘুমন্ত মুখ। দেখি বিরহমেদুর বুকে সমুদ্রসফেনসহ ঢেউ ওঠে! দেখি ঢেউ ওঠে—তোমার কোমল ওষ্ঠে; যেন আসমানে ...
জোছনা বিলাস

জোছনা বিলাস

 |রেবেকা সুলতানা রিতু.    সে বার গন্তব্যস্থল ছিলো কুসুমপুর।শীতের শেষে, ঋতুরাজ বসন্তের আগমন।কলেজের সাময়িক ছুটিতে হোস্টেল থেকে  বাবা-মায়ের অনুমতি নিয়ে চললাম কুসুমপুর।অপার (অপরাজিতা)দাদার আমলে জমিদারি ...
চাঁদপুর-শরীয়তপুরকে যুক্ত করবে মেঘনা সেতু

চাঁদপুর-শরীয়তপুরকে যুক্ত করবে মেঘনা সেতু

স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ ও উদ্বোধনের পরে এবার সরকার হাতে নিতে যাচ্ছে বেশ কিছু মেগা প্রজেক্ট। বিজ্ঞ প্রকৌশলীদের সার্বিক নির্দেশনায় শ্রমিকদের পরিশ্রমে তর তর করে ...
কিভাবে প্রচলন হলো দুর্গাপূজার? ( Durga Puja - 2022)

কিভাবে প্রচলন হলো দুর্গাপূজার? ( Durga Puja – 2022)

শরতের স্নিগ্ধবাতাস, বাতাসে মিষ্টি গন্ধ । আকাশে সফেদ মেঘ, নদীর দুই ধারে ফুটেছে কাশফুলের সমারোহ। সেই নদীর ধার ধরে “বলো দুজ্ঞা মাঈকী” বলতে বলতে এগিয়ে ...
আমার বনস্পতি সময় ও চটি দুঃখ

আমার বনস্পতি সময় ও চটি দুঃখ

I দ্বীপ সরকার   আমার কোন দুঃখ দেখাবার মানুষ নাই ভেতরকার ক্ষত বরং অক্ষতই থেকে যাক চুলচেরা বিশ্লেষণ করে শরীরকে জানতে চেয়েছি শরীর শুধু বিনয়ী ...