ক্ষুদ্র অণুজীব
তোমার ধ্বংস কামনা করে।
তোমার মাথায় চৈতালি ঘূর্ণি,
তোমার শ্রেষ্ঠত্ব খরকুটোর বারান্দায়
প্রতিদিন আত্মহত্যা করে।
গল্পের লেবাসে প্রতিটি ঝুঁকির দাগ
সশব্দে চিৎকার করে কাশবনে
তবুও ফিরে এসো;
যদি পারো শান্তি এনে দাও একমুঠো ঝরাপাতাদের।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)