বিষাদে ভিজে ওঠা ঘুমগুলো
চলে গেছে নক্ষত্রের সান্নিধ্যে,
আমি ঘুমোতে পারিনি।
আশ্বিনের ক্ষয়াখর্বুটে চাঁদের ম্লান আলো
কিংবা উজ্জ্বল নক্ষত্র আমার ঘুমের
কোন দায় নেয়নি।
মুলতঃ নক্ষত্রের কোন দায় থাকেনা
বলে শাসিয়ে গেছে
কিছু আলোকোজ্জ্বল অন্ধকার।
উপহাসের পানপাত্র হাতে,
স্বপ্নলোকের চাবি নিয়ে
ঘুমেরা দুরে দাড়িয়ে গল্প করে।
কিছু মলিন স্বপ্ন হাত ফসকে
আমায় তাড়া দেয় –
অঘোরে বেঘোরে ছুটে ছুটে
কেবলই শৈল্পিক পতন হয় আমার।
এমত সব কারসাজিতে
আমি মুলত কোনদিনই ঘুমোতে পারিনি।