হুমায়রা বিনতে শাহরিয়ার
বসন্তের বিকেলবেলা,
ক্লান্ত শরীর আর পড়ন্ত সূর্যের আভা,
স্নিগ্ধ শীতল হাওয়া,
মাথার ওপর খোলা আকাশ হালকা নীলাদ্রি রঙা
আর সাদা মেঘ, শুষ্ক পাতাহীন বৃক্ষ,
একটা কাক উড়ে গেলো, ওই দেখো এক দম্পতি –
বাতাসে একটা প্রেম প্রেম গন্ধ উড়ছে।
চায়ের কাপে ধোয়া উড়ছে, চুমুকের শ্লোক,
পাখিদের কলতানে মেতেছে প্রেম-যুগল
মাঠের মাঝে গরু চড়ছে, কয়েকদল মেয়েরা হাঁটছে।
বন পলাশ জুড়ে মেতেছে পাখির ঝাক,
বিষন্য আকাশে উড়ছে মেঘদল
গাছ-পাতার কলরবে মেতেছে ধূসর কুয়াশা ।
কোন এক একান্ত বিকেলের কথা,
যে বিকেলে ফাগুন আগুন ধরিয়েছে,
তোমার হৃদয়ে, তোমার ভালোবাসায়
সেই উত্তাপে জ্বলছি আমি, জ্বলছো তুমি
গুটিগুটি পায়ে হেঁটে কাছে এসে জড়িয়ে ধরলো।
হৃৎস্পন্দন টের পেলাম,
অপেক্ষিত এক তরুণী শাড়ি পড়ে দাঁড়িয়ে,
একগুচ্ছ গোলাপ ফুল এগিয়ে গেলো তরুণীর দিকে।
তোমার বুকে আমার প্রশান্তি, ঠাঁই দিবে কি আমায় সেথায়!