একান্ত ক্লান্ত বিকেল

একান্ত ক্লান্ত বিকেল

হুমায়রা বিনতে শাহরিয়ার

বসন্তের বিকেলবেলা,
ক্লান্ত শরীর আর পড়ন্ত সূর্যের আভা,
স্নিগ্ধ শীতল হাওয়া,
মাথার ওপর খোলা আকাশ হালকা নীলাদ্রি রঙা
আর সাদা মেঘ, শুষ্ক পাতাহীন বৃক্ষ,
একটা কাক উড়ে গেলো, ওই দেখো এক দম্পতি –
বাতাসে একটা প্রেম প্রেম গন্ধ উড়ছে।

চায়ের কাপে ধোয়া উড়ছে, চুমুকের শ্লোক,
পাখিদের কলতানে মেতেছে প্রেম-যুগল
মাঠের মাঝে গরু চড়ছে, কয়েকদল মেয়েরা হাঁটছে।
বন পলাশ জুড়ে মেতেছে পাখির ঝাক,
বিষন্য আকাশে উড়ছে মেঘদল
গাছ-পাতার কলরবে মেতেছে ধূসর কুয়াশা ।

কোন এক একান্ত বিকেলের কথা,
যে বিকেলে ফাগুন আগুন ধরিয়েছে,
তোমার হৃদয়ে, তোমার ভালোবাসায়
সেই উত্তাপে জ্বলছি আমি, জ্বলছো তুমি

গুটিগুটি পায়ে হেঁটে কাছে এসে জড়িয়ে ধরলো।
হৃৎস্পন্দন টের পেলাম,
অপেক্ষিত এক তরুণী শাড়ি পড়ে দাঁড়িয়ে,
একগুচ্ছ গোলাপ ফুল এগিয়ে গেলো তরুণীর দিকে।
তোমার বুকে আমার প্রশান্তি, ঠাঁই দিবে কি আমায় সেথায়!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
একটি বৃষ্টির কবিতা

একটি বৃষ্টির কবিতা

আরিফুল ইসলাম টপ টপাটপ বৃষ্টি পড়ে আকাশ ফুঁড়ে ঐ, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে বৃষ্টির বাড়ি কই? দমকা হাওয়ায় ঝিরিঝিরিয়ে পড়ছে মধুর সুরে, এমন সময় মন ...
সংকট মোচন

সংকট মোচন

গৌতম সরকার কম্বলটা আরেকবার ভালো করে জড়িয়ে নিয়ে পাশ ফিরতে যাবে এমন সময় ফোনটা বেজে উঠল। ভোরের দিকে একপশলা বৃষ্টি হয়েছে, আকাশ মেঘে ঢাকা, পরিবেশটা ...
সাহিত্যে নোবেল বিজয়ী কবি লুই গ্লুক ২০২০ - তাঁর কিছু অবদান

সাহিত্যে নোবেল বিজয়ী কবি লুই গ্লুক ২০২০ – তাঁর কিছু অবদান

শিবাশিস মুখোপাধ্যায়   লুই গ্লুক 1944 সালে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেছিলেন এবং লং আইল্যান্ডে বেড়ে ওঠেন। তিনি  সারাহ লরেন্স কলেজ  এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ...
সূর্য দীঘল বাড়ি

সূর্য দীঘল বাড়ি

জোবায়ের রাজু আমিন সাহেবের মন খারাপ। চিরকাল সুস্থ সবল মানুষটার শরীরে আজ এই রোগ তো কাল ওই রোগ ধরা পড়ছে। হার্ট, প্রেসার, শ্বাসকষ্টের পর সর্বশেষ ...
অণুগল্প- জানাজা

অণুগল্প- জানাজা

আনোয়ার রশীদ সাগর   ধীরে ধীরে আমার জানাজার প্রস্তুতি চলছে। শ’খানিক লোক জানাজায় দাঁড়িয়েছে। সামনে ঈমাম সাহেব,পিছনের লোকগুলো আমার চেয়ে অনেক দূরে দাঁড়িয়ে আছে ফাঁকা ...