বর্ণমালার ফুল
বর্ণমালার ফুল
মায়ের কন্ঠ বাজেয়াপ্ত ঘোষণা করে সেই বর্গি দানব,
সাথে সাথে শুরু হয় সংক্রুদ্ধ সন্তানদের আগুন মিছিল
‘রাষ্ট্রভাষা বাংলা চাই’- ঢেউ তোলে ঢাকার রাজপথ
তারপর গুলির শব্দে উড়ে যায় কয়েকটা নিরপেক্ষ কাক
তবুও গুলিবিদ্ধ সন্তানের মুখে উচ্চারিত হয় ‘মাগো’ ডাক।
সেই থেকে শহীদ মিনারের বেদীতে বর্ণমালা ফুল ফোটে
শ্রদ্ধাঞ্জলি হয়ে জড়িয়ে থাকে জাতির শোক ও গৌরব।
আজ ‘মাগো’ ডাক বিশ্ব চরাচরে ফুল হয়ে ফোটে।
পলাশ,নরসিংদী।