গোবিন্দ মোদক
রফিক বুকের রক্ত দিলো
সালাম দিলো জান —
শহীদ হলো বরকত ভাই
রাখতে ভাষার মান।
নিজের জীবন আহুতি দিলো
অনায়াসে আব্দুল —
জব্বাররা সব শহীদ হলো
ঝরে যাওয়া সব ফুল।
“বাংলা ভাষার মর্যাদা চাই”
এই স্লোগান নিয়ে —
অমর হলো কতো শহীদ
বুকের রক্ত দিয়ে।
একুশে ফেব্রুয়ারি তাই
রক্ত ঝরানো দিন —
মাতৃভাষার মর্যাদাতে
বুকের রক্ত ঋণ।
সবাই এসো আজকে ভাই
মাতৃভাষায় বলি —
বাংলা ভাষা উচ্চারিত হোক
গ্রাম শহরের গলি॥