মোঃ আরমান হিমেল
ফেব্রুয়ারির একুশ এলে,
বিয়োগ স্মৃতি মনে পড়ে!
বায়ান্নর সেই বীর শহীদের,
মায়ের চোখে অশ্রু ঝরে!
ফেব্রুয়ারির একুশ এলে,
মনে বাজে করুণ সুর!
এই দিনেই শহীদ হলো,
সালাম,রফিক,শফিউর।
ফেব্রুয়ারির একুশ এলে,
শিমুল ডালে পাখির গান।
করছে স্মরণ সুরে সুরে,
রাখলো যাঁরা ভাষার মান।
ফেব্রুয়ারির একুশ এলে,
কবির কলম কথা কয়।
বাংলা ভাষায় কাব্য লিখে,
করছে আজি বিশ্বজয়।
ফেব্রুয়ারির একুশ এলে,
পুষ্প সজ্জিত শহীদ মিনার।
বীর শহীদদের শ্রদ্ধাভরে,
জানাই সালাম লাখো বার!