এক গুচ্ছ প্রেমের কবিতা

এক গুচ্ছ প্রেমের কবিতা

গোবিন্দলাল হালদার 

রূপের চন্দ্রিমা

জোছনাও এসে ছুঁয়ে যায় অন্ধকার শরীর।
আমি ছোঁয়াকে ছুয়ে দিয়েছি অনেক দিন
আগে। ধবধবে আলোর উঠোনে পূর্ণিমা
রাতের স্বাক্ষী নিয়ে। সুস্থ বাতাসের ঢলে
এখনো ছোঁয়ার শরীর থেকে গন্ধরা আসে
আমার নাকের সীমানায়। অনুক্ষণ ডুবতে
থাকি পূর্বের সন্ধিক্ষণে। শুধু দূরত্বের জন্য
দৃষ্টিতে আঁকতে পারি না রূপের চন্দ্রিমা।

 

পাথর ভাঙা কষ্ট

অনুপস্থিত প্রহরে ভাবনার চোখে
যতবার দেখি তোমাকে ততবার আলোরা এসে
ফুটিয়ে তোলে তোমারই শিল্পী মুখের
মোনালিসা প্রতিকৃতি।

যতবার মিষ্টি চিন্তার জলে ভিজে যাই,ততবার
অনুভূতির সারগাম বুকে বেজে ওঠে কষ্টের বিউগলে
তখন বুকের অলিন্দ পাড়ায়
নিরামিষ আকাঙ্খারা চিরিত করে ওঠে।

চোখ ছোটে দিকবিদিকের দৃশ্য পর্দায়। মন ছোটে
মিলনের অভিপ্রায়ে। অস্থিরতা ডুবায় কষ্ট রঙে।
দূরে থাকলে যা হয়। নিকটে না থাকলে যা হয়।
পাথর ভাঙলেও সে কষ্ট খুঁজে পাবে না।

 

রমনী রোদ গায়ে মেখে

তুমি সময় নিয়ে এসো। আমাদের পানের বরজের পাশ
দিয়ে পূনরাবৃত্ত কথা চিবুতে চিবুতে এগিয়ে যাবো শাখা
আলুর খেত দিয়ে কলমি শাকের কাছে। যেখানে জোড়া
মুনিয়া চঞ্চু ঘোষে প্রেমালাপ করে। ঘন সারিতে দাঁড়ানো
ভুট্রো গাছের গোপন বাসরে লুকিয়ে গেলে জীবনানন্দের
দু’চোখে খুঁজে নিয়ো। দেখো,দেখো!ওই দূরে সুতো বিল
চিকচিক করছে আদুরে জল। গাব গাছের ডালে একটি
ধ্যানী মাছরাঙা প্রেম বউ মাছের আশে মৃন্ময় হয়ে বসে
আছে। বিলের শাপলা ফুলের মোহনীয় রূপে ডুব দিয়ে
বিকেলের রমনী রোদ গায়ে মেখে ওই দিগন্তের ইশারায়
কিছুটা সময়ের জন্য আমরা হারিয়ে যাবো,মনে মনে…

চরপাড়া,বেড়া,পাবনা, বাংলাদেশ

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
শুভ সকাল - Good Morning (শুভেচ্ছা বার্তা - ২০২৪)

শুভ সকাল – Good Morning (শুভেচ্ছা বার্তা – ২০২৪)

শুভ সকাল হে বন্ধু! উঠুন এবং  নতুন দিনের নতুন সময়ের আহ্বানে। জীবনের অফার করা সমস্ত সম্ভাবনাকে আলিঙ্গন করার আজ একটি নতুন সুযোগ। সুপ্রভাত! আপনার দিনটি ...
কবিতা- বাংলা ভাষা

কবিতা- বাংলা ভাষা

কৌশিক সোম বাংলা ভাষা উড়িয়েছে নিশান বিশ্ব দরবারে, বাঙালি হয়ে বাংলা কেন বলতে লজ্জা করে! বিশ্ব মাঝে বাংলা বলে ২৬ কোটি প্রতিদিন, এমন ভাষায় সমৃদ্ধ হও নইযে মোরা দীন। এ ভাষায় গায় জাতীয় ...
বংশী বাজায় কে?

বংশী বাজায় কে?

জোবায়ের রাজু উপন্যাসের শেষের অংশটি পড়তে পড়তে কখন যে রাত বারোটা বেজে গেলো, টের পায়নি তাসলিমা। সালেহা বেগম দৌড়ে এসে মেয়ের পাশে দাঁড়িয়ে ব্যাকুল গলায় ...
অণুগল্প- নির্জিভ / ডঃ গৌতম সরকার

অণুগল্প- নির্জিভ / ডঃ গৌতম সরকার

ডঃ গৌতম সরকার   বিদেহীর কথা একটা অন্ধকার টানেল গড়িয়ে গড়িয়ে নামছে…তো ….নামছেই, কোথাও কোনো আলোকবর্তিকা নেই। এত অন্ধকার কি দিয়ে সৃষ্টি হয়! অপার্থিব কালো ...
ঈদের ছন্দ, শুভেচ্ছা বার্তা এসএমএস ২০২৪

ঈদের ছন্দ, শুভেচ্ছা বার্তা এসএমএস ২০২৪

  বছর ঘুরে এলো খুশির ঈদ, এই ঈদে আনন্দের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে দারুণ সব আকর্ষণীয় শুভেচ্ছা বার্তা দিয়ে আপনার বন্ধুদেরকে ঈদের শুভেচ্ছা জানান। ...
বই পর্যালোচনা: ভার্জিনিয়া উলফ :দ্য লাইটহাউস (বাতিঘর)

বই পর্যালোচনা: ভার্জিনিয়া উলফ :দ্য লাইটহাউস (বাতিঘর)

শিবাশিস মুখোপাধ্যায় অ্যাডলিন ভার্জিনিয়া উলফ nee স্টিফেন 1882 সালে লন্ডনে একটি মধ্যবিত্ত পরিবার থেকে জন্মগ্রহণ করেন। তিনি একটি সাহিত্যিক এবং বুদ্ধিবৃত্তিক পরিবেশে বেড়ে ওঠেন। তার ...