রিয়াদ হায়দার
তোমার চোখের একটা ফোঁটা
বৃষ্টি হয়ে যখন ঝরে,
আমার তখন বুকের মাঝে
কেমন যেন কাঁপন ধরে !
যখন তোমার হাসির ছটায়
রোদের কণা ছড়িয়ে পড়ে,
বুকের মাঝে সমূদ্র ঢেউ
মনের ভেতর পাহাড় নড়ে !
তোমার জন্য হৃদয় জুড়ে
এক পৃথিবী বাসবো ভালো,
দু’টি মনের মিলন হলে
উঠবে জ্বলে ঊষার আলো !
সেই আলোতেই ভাসবো দু’জন
থাকবে মনে অনেক আশা,
জীবন পথে জ্বালবো প্রদীপ
সফল হবে ভালোবাসা !