নারিকেলের ওই পাতার পরে,
দুগ্ধ-জোৎস্না যেন পড়ে ঝরে,
জোয়ারে ভেসেছে শশী উপচে পড়া যৌবনে l
দিগন্তের ওই বনরাজি,
উঠিয়াছে আজি সাজি সাজি,
চিত্ত ধায় মোর প্রিয়া-টানে ওই মৌ-বনে l
অতি নগন্য পদ্ম-পাতায় তুমি,
অমূল্য মধু জোছনার পরশে চুমি,
বানাইলে তারে আজি অতি রূপসী রুপোলি l
প্রশান্ত জলে জাগে মৃদু শিহরণ,
পরায়েছ তারে তব রৌপ্য-আভরণ,
চিকিমিকি জলে আজি মীনেদের কেলি l
আঁধার ঘরে আমি বসে একেলায়,
পড়িতেছি প্রেমে তব এই সাঁঝ বেলায়,
ছড়ায়ে দিয়াছ মোর বুকে তব স্নিগ্ধ আলিঙ্গন l
আঁধার ঘরের মোর খোলা বাতায়নে,
নিস্পলক চেয়ে সব-ই দেখি উন্মনে,
হায়, এই প্রেমালাপ যদি না হতো সমাপন!
———–
রাজবাড়ী, উঃ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত