এবার শুধুই নাম হোক
মাথার ভিতরে কিছু শব্দ বসে গেছে
চুলমুঠি ধরেও কোনো কাজ হচ্ছে কই!
শব্দগুলো যেমন ছিল, তেমনই আছে
শব্দ শুনেই মাথা খুঁজছে পদবী জুতসই!
রং চেহারা দাড়ি গোঁফ পোশাক খাবার
এঁটে গেছে থ্যালামাসে, ঠিক যেন জীবাশ্ম!
একটু উনিশ বিশে পরিচয় হারাচ্ছে সবার
কে কার উপরে,তর্কে এগোচ্ছে সারাংশ!
ধর্ম শরীরের তিলের সমান!অবিচ্ছেদ্য!
নাম তো তবু আঁচিল!ধোয়াশা থেকেই যায়
নামে কী এসে যায় প্রিয়!পদবী বরাদ্দ!
রিপুগুলো বাড়ছে ক্রমশ,কে কাকে বাঁচায়!
মাথার ভিতরে কিছু শব্দ বসে গেছে
চিকিৎসা করেও কোনো কাজ হচ্ছে কই!
শব্দ আর হিংসা যেমন ছিল,তেমনই আছে
রক্তের নেশায় চোখ খুঁজছে পদবী জুতসই
৭৪/১ এন সি ব্যানার্জি রোড,বৈদ্যবাটি,হুগলী ।