কত? জনম ধরে- মোঃ রাসেল শেখ 

কত? জনম ধরে- মোঃ রাসেল শেখ 

মোঃ রাসেল শেখ 

 

কত জনম ধরে….

কষ্ঠি পাথরের আঘাতে খুঁজেছি একজনারে।

কয়লার শো শোর পরশে-

পুড়িয়ে লাল করেছি ভালোবাসায় তারে।

সাদা খাইদ-য়ের শেকলের-

বেড়িতে আটকিয়েছি দু জন দুজনারে।

মরলেও সোনায় মুখো-

বাচলেও সোনায় চোখো দান করেছি অমরত্ব তোমারে

হিরেতে ভুল থাকতে পারে,-

এই ভেবে তলাহীন জলে,ফেলো না এই আমারে।

 

রণক্ষেত্রে বীরের বুকে গাথন্ত রক্তাক্ত  তীরে।

প্রেমে মরা,সেই শহীদের সৌরভীত নিথর দেহের  ভীরে 

আমায় কখনো খুঁজতে যেও না,পিপাসি ফোরাতের নীরে।

অমৃত পান করিয়েছে খোদা,প্রেমত্ব সর্বশ্রেষ্ঠার রাজসিংহাসনের বীরে।

 

বিচার মালিকের,সামনে মরোও যদি থরো থরো ডরে

উত্তপ্ত বালুময় দোজখের ভয়ে,থেকো না বহুদূরে।

আমায় নিয়ে যেও,জান্নাহ্ রয়ও যদি বিপদগামী

অদুরে।

 

কেয়ামতের শেষ বিচারের মোনাজাতের ও পরে?

ভাগ্যের লিখুনেও হয় যদি,আমার বিপাকের নরে।

করোজোরে থেকো তুমি,আল্লাহুর আরশের দরবারে।

শত বিভৎসের জেরে- কোন শাস্তিতে দেবে  বল্ তারে!

তাকে বলিও….

মনের জান্নাতে রেখেছিলাম রাজ্যরাণী করে।

না জানি!সে যে আমায় ভালোবেসে গেছে,?কত জনম ধরে!

 

 

 

রাজবাড়ী সদর,রাজবাড়ী

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ডাকবাক্স

ডাকবাক্স

হুমায়রা বিনতে শায়রিয়ার মনে পড়ে প্রিয়- একটা চিরকুট পাঠিয়েছিলে, লিখেছিলে ভালোবাসো আমায়। সাথে দিয়েছিলে কালো কাচেঁর চুড়ি আর টিপের পাতা! আরো ছিলো কিছু। রাস্তায় দাড়িঁয়ে ...
বিদিশার জন্য ভালোবাসা

বিদিশার জন্য ভালোবাসা

আবু সাঈদ ইমন  পাখির কিচিরমিচির শব্দ কানে শুনতে পাচ্ছি। এই বুঝি সকাল হল।দুচোখ মেলতেই জানালার ফাঁক দিয়ে রোদের চিকন আলো চোখে এসে পড়ছে। ওঠে ফ্রেশ ...
বনফুল- ফারজানা ফেরদৌস

বনফুল- ফারজানা ফেরদৌস

 ফারজানা ফেরদৌস স্নান ঘরে যাচ্ছি যখন পায়ের তলায় লুটিয়ে পড়ে খুব চেনা নিমফুল  । দেখতে মায়া হলো কুড়িয়ে নিলাম যত্নে আঁচল ভরে ভরে । সদা ...
গল্প - শাবক

গল্প – শাবক

নয়ন হাসান বছর পনের আগে;পুকুরপাড়ের ঝাঁকড়া ডুমুরগাছ হতে বুলবুলির শাবককে, অকারণেই ধরে নিয়ে এসেছিলো বারো বছর বয়সের বাবুল।পড়শিরা ওকে বলেছিলো;বাচ্চাগুলোকে রেখে আয় বাবুল,কারো বাচ্চাকে কেড়ে ...
কালো গোলাপ 

কালো গোলাপ 

|মুহাম্মদ ফারহান ইসলাম নীল   বন্ধুদের সাথে অাড্ডা দিয়ে বাসায় ফিরেছি ঠিক বারোটার সময় ৷ যদিও ফেরার ইচ্ছা ছিলনা ক্ষুধার জ্বালা সইতে না পেরে ফিরতে ...
খুশির ঈদ

খুশির ঈদ

কার্ত্তিক মণ্ডল আকাশের বুকে যখন একফালি চা‍ঁদ হাসে ঈদের খুশির জোয়ারে নতুন সকাল ভাসে। কোলাকুলি আর শুভেচ্ছার চলে বিনিময় সুখ শান্তি সোহাগ ত‍্যাগের মিষ্টি বাতাস ...