কত জনম ধরে….
কষ্ঠি পাথরের আঘাতে খুঁজেছি একজনারে।
কয়লার শো শোর পরশে-
পুড়িয়ে লাল করেছি ভালোবাসায় তারে।
সাদা খাইদ-য়ের শেকলের-
বেড়িতে আটকিয়েছি দু জন দুজনারে।
মরলেও সোনায় মুখো-
বাচলেও সোনায় চোখো দান করেছি অমরত্ব তোমারে
হিরেতে ভুল থাকতে পারে,-
এই ভেবে তলাহীন জলে,ফেলো না এই আমারে।
রণক্ষেত্রে বীরের বুকে গাথন্ত রক্তাক্ত তীরে।
প্রেমে মরা,সেই শহীদের সৌরভীত নিথর দেহের ভীরে
আমায় কখনো খুঁজতে যেও না,পিপাসি ফোরাতের নীরে।
অমৃত পান করিয়েছে খোদা,প্রেমত্ব সর্বশ্রেষ্ঠার রাজসিংহাসনের বীরে।
বিচার মালিকের,সামনে মরোও যদি থরো থরো ডরে
উত্তপ্ত বালুময় দোজখের ভয়ে,থেকো না বহুদূরে।
আমায় নিয়ে যেও,জান্নাহ্ রয়ও যদি বিপদগামী
অদুরে।
কেয়ামতের শেষ বিচারের মোনাজাতের ও পরে?
ভাগ্যের লিখুনেও হয় যদি,আমার বিপাকের নরে।
করোজোরে থেকো তুমি,আল্লাহুর আরশের দরবারে।
শত বিভৎসের জেরে- কোন শাস্তিতে দেবে বল্ তারে!
তাকে বলিও….
মনের জান্নাতে রেখেছিলাম রাজ্যরাণী করে।
না জানি!সে যে আমায় ভালোবেসে গেছে,?কত জনম ধরে!
রাজবাড়ী সদর,রাজবাড়ী