মনোজ চৌধুরী
দূরত্বের পরিমাপ অধিক বলে-
খসখসে হৃদয়ের চারিদিক কথারা
পাড়ি দেয়; নিজের আত্মকথন প্রকাশের জন্য
আমি স্পর্শ করতে পারি হৃদয়ের শব্দধ্বনি
সেগুলো আড়ালে রাঙামাটি দিয়ে হৃৎপিন্ডে পুঁতে রেখে
সেখান থেকে একটি সদ্যোজাত গোলাপচারা আগলে রাখি
বিগত এবং আগামীর সাক্ষীর প্রতীক হিসেবে
তোমার সমস্ত কথা দিয়ে ধীরে ধীরে আমার হৃদয়ে
একটি নির্মম সবুজ কথাদিঘি গড়ে উঠেছে
আমি তা দীর্ঘ বছর পর্যন্ত
ভালোবাসা দিয়ে চাষ করে যাব
তোমার অজান্তে তোমার আড়ালে।
মালদা, পশ্চিমবঙ্গ, ভারত।