মহীতোষ গায়েন
যদি বলো শুধু কথা বলে কি লাভ হবে?
আসলে সব কিছু লাভ দিয়ে বিচার হয়
না,তাছাড়া কখন কিভাবে কাকে দিয়ে
কি লাভ হবে তা স্বয়ং ঈশ্বরও জানেন না।
অর্থ,বিত্ত,শরীর ও সুখের আশায় ছুটলে
কষ্ট বাড়ে,মনের অসুখ হয়,মনের অসুখ
হলে চাঁদ ডোবার মত ভালোবাসা ডোবে;
তাই কথা বলো,মর্ম বুঝে মুক্ত খুঁজে নাও।
কথা আসে,কথা যায়,কথা মরে রাত্রির
জোৎস্নায়,মরমে প্রবেশ করে কথা,শিরা
উপশিরায় চরে বেড়ায়;হৃদয় কথায় হয়
প্রেম,প্রতারণা,অপ্রেম অথবা প্রতিহিংসা।
কথা মারে,কথা বাঁচায়,পাখি যেমন শিকারি থেকে
তার ছানাকে আগলায়,কথার খেলাপ হলে কষ্ট সব
বৃষ্টি হয়ে ঝরে,কথায় ফুল ফোটে,পাখি গায় গান…
এসো,কথায় কথায় ভালোবাসা প্রেম শরীরে মাখি।