এ কেমন রাত এলো?
আমাদের কিছু দ্রুপদী পাপ
আলো কে যারা ভালোবাসেনি কখনো
সূর্য তাদেরই হাতে মুঠো বন্দী।
আমাদের চোখগুলো সম্মোহিত
মাতৃভুমির চোখের জলে ভেসে যায় শুক্ল পক্ষীয় চাঁদ
বকুর বোতাম খুলে
আমি পেয়েছি কেবল পাথর চাপা পাহাড়।
আলো নেই
শুক্ল পক্ষ দুর থেকে আরও দুরে চলে যায়
প্রেমিকার বুক ধরন করেছে কেবল মৃত্যু যন্ত্রণা।
ভয়ে থাকি
একদিন হয়তো জেগে উঠবে প্রতিবেশী সাপ
হয়তো ভুলে যাবে
আমাদের আবহমানকালের অহংকারের ইতিহাস।
আমাদের ধর্ম কি কেবল
বিষধর দাঁতের কাছে কুক্ষিগত?
সূর্য নিষিদ্ধ হয়েছে পৃথিবীতে
রাতগুলো বীরদর্পে এগিয়ে যায়।
.