আমি মন্ত্রমুগ্ধ হয়ে তোমার পানে
তোমার চলনে নিজেকে খুঁজে ফিরি
তোমার তৃষ্ণায় তৃষ্ণার্ত পথিক আমি
হাজার বছর ধরে পাড়ি দিয়েছি কত গিরি।
তোমাকে খুঁজি সবুজ শ্যামলে
আবাস তোমার কোনখানে?
হয়তোবা কোনো অজানা
সবুজ দ্বীপের মধ্যখানে।
হয়তো সেখানে একখানা প্রাসাদ
তোমার ছোঁয়ায় হয়েছে সোনা
আজও খুঁজে ফিরি সেই প্রাসাদ
দিতে চাই একদিন সেখানে হানা।
নাম কি দেব এই কবিতার
নাম তো নেই জানা
ব্যাকরণ অনুসরণ করে তাই
শিরোনাম দিলাম অজ্ঞাতনামা।