চন্দন চক্রবর্তী
এপার বাংলা ওপার বাংলা মাঝখানে কাঁটা তার
তার কাঁটা ভুলে এপার ওপার এক হয় বারবার
দুইপার জুড়ে আছে এক হাওয়া এক জল এক মাটি
এক আকাশের তলে সে যে বাংলা মায়ের ঘাঁটি ।
দুইপার শোনে একটাই ভাষা বাংলা মায়ের মুখে
মায়ের ভাষা দুঃখ ভোলায় জীবন কাটে সুখে
সেই ভাষাকে স্তব্ধ করতে জারি হলে ফরমান
ওপার সেদিন গর্জে উঠেছে মানেনি সে অপমান !
ফেব্রুয়ারির একুশে ওপার পথের মধ্যে এসে
মিছিল করেছে রক্ত ঝরেছে জয় পেয়েছিল শেষে
তাই তো আজো একুশ এলে তার কাঁটা সরে যায়
ভাষা শহীদে স্মরণ করে দুই পার গান গায় ।