নেত্র তুমি কপালের নিচে – মানুষের মন থেকে,
চোখে অশ্রু কেন ঝরে?
দেখিতে পাইনা জল, কোথা হতে আসে!
বিবেগে যখন আঘাত লাগে, চোখের মনি টপটপ অশ্রুতে ভেজে-
আনন্দ যখন মনে জাগে মুখে – ঠোঁটে – দাঁতে হাসি ফুটে!
বিরুক্ত বোধে অসময়ে কান্নার অশ্রু রাশি ঝরে,
জমা আছে পুকুর ভরা,
খুঁজে পাইবা নাকো তুমি! বীভৎস বোধ পড়লে সামনে জলে ভাসে অামার দুটি অাঁখি।
দু’পাশে দুটি নয়ন, নামটি কেন?
তাই শুকনাতে ভেজে না,
ভিজে অন্তর কাটাঁ দেহ!
কপাট দুটি স্পর্শ করলে,
বন্ধ হয় তাড়াতাড়ি চোখ –
অন্ধ হয়ে গেলে বুঝবে তুমি, অশ্রু অার ঝরবে না কোনো দিন?
ইছাপুর ,খালিয়াজুরী,নেত্রকোনা ।