কবিতা -আবার আমি জংলি হবো

কবিতা -আবার আমি জংলি হবো

ইমন শেখ 

 

রোগা পাতলা হেংলা শরীর

তাই বলে-তাই বলে ভাবিস না

তোরা পার পেয়ে যাবি।

এই দুর্বল পেশি ভগ্ন দেহে

এখনও নিরবধি বয়ে চলে

 

নিয়নডার্থাল রক্ত। 

যেমন ঘুমায় পাহাড় গর্ভে

লকলকে ঐ আগ্নেয়গিরি,

কঙ্কালসার এই দেহপিঞ্জরে

তেমনি করে ঘুমিয়ে আছে-

ছাল-বাকলের পোশাক পরা

গুহাবাসী আদিম মানব। 

 

নিঃস্বাসে তার কাঁপে আমাজন

লেজ গুটিয়ে পালায় চিতা ;

অগ্নি সেলাম জানায় পাথর ,

আর তোরা – তোরা ,

কোথাকার হোমরাচোমরা?

জাগলে পরে সেই পালোয়ান ,

পালাবি কোথায় নরপিশাচ? 

পালাবি কোথায় দুর্নীতিবাজ

খুনি ধর্ষক রক্তচোষা? 

 

জঙ্গলেরই রাজত্ব কায়েম 

করতে যদি চাস বর্বর-

আবার আমি জংলি হবো।

সভ্যতারই সভ্য ভাষা,

সভ্য পন্থা নীতিকথা, 

মরচে পড়া ভোঁতা আইন 

ওসবে আর কাজ হবেনা। 

 

তাই জন্তু, দানো, বুনো দমনে

আবার আমি বন্য হবো।

বল্লম হাতে ছুটবো আমি,

ছুটবো আবার ধনুক নিয়ে। 

হিংস্র সব পশু দমনে 

আবার আমি শিকারী হবো। 

 

সভ্যতাকে এগিয়ে নিতে 

ক্ষণিক না হয় পিছিয়ে যাবো।

তবু শূকর শকুন হায়না তোদের 

বক্ষ চিরে হেচকা টানে 

কলজে ছিড়ে ঝলসে খাবো।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
অণুগল্প : শিউলি ফুল

অণুগল্প : শিউলি ফুল

লুনা রাহনুমা বৃন্তচ্যুত একটি শিউলি শরতের সকালে কুয়াশা মাখা ঘাসে লুটিয়ে পড়েছে। জগত সংসার থেকে আজ তার একরকম মুক্তি মিলেছে। সামাজিকতার দায় চুকেছে চিরতরে। যদিও ...
ভালোবাসার উপাখ্যান

ভালোবাসার উপাখ্যান

মহীতোষ গায়েন একটা সুন্দর সকাল দেবে বলেছিলে;কথা ছিলো যে সকালে ফুটবে গাছে গাছে ফুল,পাখিরা গাইবে ভালোবাসার গান,যে গানে শান্তি ও সুখের আবেশ… কত সকাল গড়িয়ে ...
কবিতা-নিঃশব্দে কেউ

কবিতা-নিঃশব্দে কেউ

|আফসানা মীম   আমি যখন মনমরা হয়ে আকাশ দেখবো তখন নিঃশব্দে কেউ আসুক ঠিক যেমন দখিনা হাওয়া বয়ে যায়, চুপিচুপি আনমনে দিগবিদিক হয়ে! বৃষ্টি ভেজা ...
How Millennials Are Disrupting Automobile

How Millennials Are Disrupting Automobile

Cursus iaculis etiam in In nullam donec sem sed consequat scelerisque nibh amet, massa egestas risus, gravida vel amet, imperdiet volutpat rutrum sociis quis velit, ...

কবিতা-“শিক্ষক”

আরিফুল ইসলাম আকাশ     অ, আ, ক, খ, গ বর্ণমালার বাণী,  যিনি দিলো মোর একালো মস্তিষ্কে ঢালি। তারা ঝড়, তুফানে ছোটে ছাড়িয়া ঘর,  তারাই ...
সেলিব্রেশন

সেলিব্রেশন

অমিত মজুমদার  “কয়েকদিন পর অভিশপ্ত বছরটা বিদায় হবে আর এবার একত্রিশে ডিসেম্বর রাতে আমরা সেলিব্রেট করবো না ? আলবাৎ করবো। বর্ষ বিদায় মুহূর্ত প্রতি বছর ...