কবিতা -আবার আমি জংলি হবো

কবিতা -আবার আমি জংলি হবো

ইমন শেখ 

 

রোগা পাতলা হেংলা শরীর

তাই বলে-তাই বলে ভাবিস না

তোরা পার পেয়ে যাবি।

এই দুর্বল পেশি ভগ্ন দেহে

এখনও নিরবধি বয়ে চলে

 

নিয়নডার্থাল রক্ত। 

যেমন ঘুমায় পাহাড় গর্ভে

লকলকে ঐ আগ্নেয়গিরি,

কঙ্কালসার এই দেহপিঞ্জরে

তেমনি করে ঘুমিয়ে আছে-

ছাল-বাকলের পোশাক পরা

গুহাবাসী আদিম মানব। 

 

নিঃস্বাসে তার কাঁপে আমাজন

লেজ গুটিয়ে পালায় চিতা ;

অগ্নি সেলাম জানায় পাথর ,

আর তোরা – তোরা ,

কোথাকার হোমরাচোমরা?

জাগলে পরে সেই পালোয়ান ,

পালাবি কোথায় নরপিশাচ? 

পালাবি কোথায় দুর্নীতিবাজ

খুনি ধর্ষক রক্তচোষা? 

 

জঙ্গলেরই রাজত্ব কায়েম 

করতে যদি চাস বর্বর-

আবার আমি জংলি হবো।

সভ্যতারই সভ্য ভাষা,

সভ্য পন্থা নীতিকথা, 

মরচে পড়া ভোঁতা আইন 

ওসবে আর কাজ হবেনা। 

 

তাই জন্তু, দানো, বুনো দমনে

আবার আমি বন্য হবো।

বল্লম হাতে ছুটবো আমি,

ছুটবো আবার ধনুক নিয়ে। 

হিংস্র সব পশু দমনে 

আবার আমি শিকারী হবো। 

 

সভ্যতাকে এগিয়ে নিতে 

ক্ষণিক না হয় পিছিয়ে যাবো।

তবু শূকর শকুন হায়না তোদের 

বক্ষ চিরে হেচকা টানে 

কলজে ছিড়ে ঝলসে খাবো।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
নক্ষত্রের প্রতিবেশী

নক্ষত্রের প্রতিবেশী

সুজন আরিফ তোমার দোষ একটাই,তুমি কেন নক্ষত্রের প্রতিবেশী জানতো,সুদূরে চোখ রেখে- উড়ন্ত পাখি দেখা আমার বহুদিনের স্বভাব স্পর্শের নামতায় উড়িয়ে দিই প্রণয়ের দারুণ ফানুস ভেঙে ...
জোবায়ের মিলন'র দু'টি কবিতা

জোবায়ের মিলন’র দু’টি কবিতা

জোবায়ের মিলন ১. রাষ্ট্র ও সম্পর্ক রাষ্ট্র; আমার প্রেমিকার নাম, আমার ভয়ার্ত রাতের সাহসী ওম চুমু খাওয়ার সরাবপাত্র একান্ত অভিসার ফুল। অনুরাগ, বিরাগ ও অভিমানে ...
পুজোর গন্ধ

পুজোর গন্ধ

বিভীষণ মিত্র পুজোর গন্ধ এলো ভেসে উমা এলো পিতৃ দেশে, সঙ্গে এলো কার্তিক গণেশ শান্তি এলো সারা দেশ। নদীর দ্বারে কাশের ফুলে ঢাক বাজে কাটির ...
ভালোবাসার দ্বিতীয় প্রহর [অন্তিম পর্ব]

ভালোবাসার দ্বিতীয় প্রহর [অন্তিম পর্ব]

ক্লাস শুরু হয়েছে এক সপ্তাহ হতে চলল। পারমিতা একদিনও ক্লাস বাদ দেয়নি। এবং প্রতিদিনই সৈকতের খোঁজে ওর ডিপার্টমেন্টে গিয়েছে দেখা পায় নি। আর রুচিরার ক্লাস ...
প্রবন্ধ-  শীতের হাওয়ার লাগলো নাচন

প্রবন্ধ- শীতের হাওয়ার লাগলো নাচন

মিরাজুল হক  পৃথিবীর পূর্ব – গোলার্ধে  আমদের ভু- প্রকৃতির অবস্থান । কর্কটক্রান্তি রেখার উপরে । ফলে পুরোপুরি শীতের দেখা পায় না বাঙালী । তবুও এই ...
কাউকে নয় 

কাউকে নয় 

|নীহার রঞ্জন দাস   দেখুন মশাই অনেকদিন থেকেই ঘরবন্দি আমরা এখন লকডাউন তেমন ভাবে নেই আজ আমি আপনাদের সামনে আসতে পেরে খুব সতেজ ভাবছি নিজেকে ...