যে কাঁধটা আর ভরসা করে না সেই হাতটা
এখনো দেখা যায় চোখের পাশে কালশিটে দাগটা,
ধর্ষণ যখন নিশ্চিত-
নিতেই হবে ওই কলঙ্কের ভাগিদার
তখন উপভোগ করাটা কি বড় অপরাধ?
আজ তাই ব্যাগের মধ্যে গর্ভনিরোধক রেখে চলে
এই দেশে আইন নয় বুলেটই শেষ কথা বলে।
স্রোতের বিপরীতে যত নাকি স্বচ্ছন্দ
অনুকূলে তেমন নেই কোনো আনন্দ,
পারলে বদ্ধ সমাজের গণ্ডি ভেঙে দাও
পারবে তো! বাঁচার মত বেঁচে দেখাও।
কালো চশমায় মুখ লুকালে সব কিছু আড়াল হয়
আর রাতের সাথে দেখা হলে জোনাকিরা কথা কয়
ভালোবাসা তোমার যত উরু আর জঙ্ঘায়
কাপুরুষের রূপ লুকিয়ে আছে বুকের গভীরতায়।
সময় আরো সমঝে চলুক পাক শুধু লাজ
আমি বরং বাঁচি, বেঁচে থাকায় কাজ,
খোলা গোড়ালির লালাভ স্রোত
পেটের নন্দন নাভিমূলে আটকায় চোখ।
রবিবাসরীয় বিজ্ঞাপনে সেই আগুন রাঙা শাড়ি
হেরে যাওয়া সবার দরজায় লাগুক জুড়ি গাড়ি,
নিকড়ে নেয় সব যন্ত্রণা, হরেক দুঃখ পোষে
শেষ নেই নীরবতার, এখনো ভীষণ রকম হাসে।
প্রেম ভালোবাসা কিছু নয় শুধু শরীরের দরাদরি
অপেক্ষারও অভিমান হয় হৃদয়ের স্পন্দনে অনুভব করি,
বৃষ্টির ফোঁটায় আঁকা সেই ছবিকেও পণ্য করি
প্রতিবাদহীন বশ্যতার মুক্তির দরজায় কড়া নাড়ি
হে বসন্ত বারবার তোমার প্রেমের কাছে হারি
যেন একাকী আলিঙ্গনে আমি সেই নারী।।