অমিত মজুমদার
কিছুদিনের জন্য ওপারে চলে যাও তুমি, চিন্তা কোরো না
দেশ স্বধীন হবার তিন দিন পর বিকেল ঠিক চারটেয়
এই কদম গাছের নিচে আমাদের দেখা হবে, চলে এসো
স্বাধীন দেশে আবার কদম ফুল তুলে দেবো তোমার হাতে
এরপরে তাদের প্রেম দেশপ্রেমে বদলে গেলো তৎক্ষনাৎ
মৃত্যু প্রতিমৃত্যুর শব্দকুসুম জুড়ে বেহুলা লখীন্দর খেলায়
অনেক গাঙুরের জল পেরিয়ে দেশ স্বাধীন হতেই যুদ্ধ শেষ হলো
তার তিন দিন পর বিকেল চারটেয় কেউ এলো না কদম তলায়
ছেলেটা শহীদ হয়েছে আর মেয়েটা নিজের দেশে ফিরে আসেনি
এমনটাই হবার কথা ছিলো, কিন্তু বাস্তবে সেটা একদম হয়নি
দীর্ঘ যুদ্ধের সমাপ্তি ঘটলে অনেক গাছের পা থেকে মাটি সরে যায়
তারা দু’জনেই ফিরেছিল, শুধু কদমগাছটা আর খুঁজে পায়নি কেউ
দেশ স্বাধীন হয়ে গেলে অনেক গাছের ঠিকানা বদলে যায়
যুদ্ধের সময় মুক্তিবাহিনীকে শত্রুর আড়াল করার অপরাধে
ভালোবাসার ফুল ফোটানো কদম শহীদের মর্যাদা পায় না কখনও