আমি দূরদর্শন দেখিনি আজও,
শুনেছি; অনেক কিছু রয়েছে বানানো।
কিন্তু, আমি আমার প্রিয় দাদাকে দেখেছি,
শুনেছি তাঁর মুখে কবিতা,
যা পৃথিবীতে আগে কেউ কখনো শোনেনি।
আমি পাহাড়ের কোলে যাইনি কখনও,
যাইনি নদীর তীরে–
ঝরনার জলে পাথর ভাসেনি,
পৃথিবী যাইনি আজও প্রকৃতিকে ভুলে।
দাদার মাঝে হয়েছি বড়ো,
ছাড়েনি হাত কখনো!
৭০ নয়;১০০ তে হোক জন্মদিনে পা বাড়ানো।