কবিতা – “কালোবতী” | মেহেদী হাসান | সাপ্তাহিক স্রোত-১১

কবিতা - "কালোবতী"  | মেহেদী হাসান | সাপ্তাহিক স্রোত-১১

|’মেহেদী হাসান

 

বেশ ক’দিন,

মেয়েটি অবসন্নতায় নিঃশ্বাসরূদ্ধ-

তাহার কোনো আওয়াজ নেই,

সে কেঁদে কেঁদে চোখে পানি তোলে,

চোখে তাহার নীলছে পানির সমুদ্র।

বাহিরের আকাশে শঙ্খচিল,

ডাকে তাহারে অবিশ্রান্ত-

কে খুঁজিয়া দেখিবে তাহার বেদনার শেষ প্রান্ত?

 

একাকীত্ব আর নিঃসঙ্গতায় সে-

নিমীলিত চোখে কৃষ্ণপক্ষের চাঁদ দ্যাখে,

তাই তো-দ্বিতীয়ার চাঁদ গোস্বা করিলো,

উঠিলো না আর গগনে।

জীবন যে তাহার থামিয়াছে নির্বাক শ্মশানে!

নিশীরাতে তাহার ঘুম ভাঙিয়া ভীতি ধরিলো মনে,

বাজা মেয়ে যে,মা হইয়াছে তাহার স্বপনে।

 

সে আলগোছে শ্যেন দৃষ্টি ফেলিয়া খোঁজে-

মৃত মানুষের খোলা চোখ!

বুত পূজারী ছাড়িয়া দিলো দেবতার পূজা-

চক্ষুদ্বয় নাবায়ে চাহিলো তাহার সুখ।

তীব্র আশা ভাঙিতে লাগিলো বেগানার-

তোয়াক্কল না করিবার ফলে।

কে না জানে প্রেমপ্রীতি তাহার চরণের তলে?

 

নিরাক পথিক হঠাৎ-ই থামিলো,

কহিলো-

কে গো তুমি?কাঁদিতেছো কেনো?

কালো বলিয়া কাঁদিয়া করিলো,নিজ আত্মার খুন;

অথচ কালো যে ধরিত্রীর মায়া,সর্বাঙ্গের গুন।

 

উৎসর্গঃ”সেইসব কালো মেয়েদের জন্য যারা ‘মৃত মানুষের খোলা চোখ’ খুঁইজা বেড়ায়, যারা কালো বইলা কাঁইন্দা কাঁইন্দা চোখে পানি তোলে,নিজেরে খুন করে।

অথচ তাদেরই মায়ায় পড়ে বুত পূজারী দেবতার পূজা ছাইড়া দিলো।”

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বর্তমান সময়ের সেরা ব্যান্ডগুলো কারা? Bangla Band Song

বর্তমান সময়ের সেরা ব্যান্ডগুলো কারা? Bangla Band Song

আশিক মাহমুদ রিয়াদ আপনি সর্বশেষ আপনার হেডফোনে কোন গানটি শুনেছেন? যদি হয়ে থাকেন ব্যান্ড শ্রোতা তাহলে নিশ্চয়ই আপনার হেডফোন আপনাকে শুনিয়েছে এ সময়ের দুর্দান্ত কোন ...
বিশ্ব ভালোবাসা দিবসে যা যা করবেন

বিশ্ব ভালোবাসা দিবসে যা যা করবেন

ভালোবাসা দিবস প্রেমিক-প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষদের একটি অত্যন্ত বিশেষ একটি দিন, ভালোবাসা দিবস, প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয়। এটি এমন একটি দিন ...
আবেগের গল্প  

আবেগের গল্প  

জোবায়ের রাজু  নাহ, পৃথিবীটা আসলেই গোলাকার, তা না হলে এই সুদূর কক্সবাজার সমুদ্র সৈকতে এসে সাফায়েতের সাথে আজ এতটি বছর পর চৈতীর দেখা হবে কেন? ...
শূন্যতা

শূন্যতা

রুখসাদ আমীন পার্লি   কতটা একা হলে বুক  শূন্যতায় ফাটে? কতটা যন্ত্রণা পেলে সুখের জন্য হাশফাশ করা লাগে?   কতটা কষ্ট পেলে হাহাকারে বুক ভাসে? ...
কবিতা- " ওদের জীবনে সুন্দর সকাল আসে না কখনো "

কবিতা- ” ওদের জীবনে সুন্দর সকাল আসে না কখনো “

গোলাম কবির  তোমরা যখন সন্ধ্যা বেলায় হোটেলের লাল নীল আলো আঁধারিতে বসে গরম শিক কাবাব অথবা গ্রীল কাবাবের স্বাদ নিচ্ছো বসে গরম তন্দুর রুটি দিয়ে, ...
অজ্ঞাতনামা

অজ্ঞাতনামা

আশিক মাহমুদ রিয়াদ     অজ্ঞাতনামা গল্পগুলো কাঁদে শিরোনাম না পাওয়ার আক্ষেপে! পথে পড়ে থাকা শুকিয়ে যাওয়া ফুলগুলো নির্বাক মুখে তাকিয়ে রয়; কেউ যদি এবার কুড়িয়ে ...