তোমারো কি নেই কোনো গোপন গভীর ক্ষত
প্রতীক্ষার রাত্রি হয়নি কি স্থির ব্যথার আড়ালেতে ?
চরাচর তবু ঘিরেছে জ্যোৎস্নায়; রাঙা ধানক্ষেত
তোমার শরীর ঘিরে আলোকের অপূর্ব বিস্তার
যেন কবেকার রঙচটা পূর্বরাগের স্মৃতি
এছাড়া সমস্ত মণিচক্রের কেন্দ্রে তুমি ছিলে
আমার সমস্ত প্রত্যাশার চেয়ে একা
আমি ফিরি গৃহে গৃহে; শূন্যের উৎসব
মুখ দেখি নিদ্রিত জলের আয়নায়
স্বপ্নের খোয়াই ভেসে চলে একা