কারা যেন তর্জনী তুলে ব’লে দিয়েছে.
তোমরা কিছুই দেখনি,
কোনো কিছুই দেখবে না,
আমরা এখন পুরোপুরি অন্ধ.
কারা যেন সদর্পে ঘোষণা ক’রে দিয়েছে…
তোমরা কিছুই শোননি,
কোনো কিছুই শুনবে না,
আমরা এখন সম্পূর্ণ বধির…
কারা যেন খুব উঁচু স্বরে ব’লে দিয়েছে…
তোমরা চুপটি মেরে থাকবে,
কিছুতেই মুখ খুলবে না,
আমরা এখন এক্কেবারে বোবা…
আমরা এখন কিছুই দেখিনা,
আমরা এখন কিছুই শুনিনা,
আমরা এখন কথাই কইনা,
মুখে কুলুপ আঁটা আমাদের…
নাম লিখিয়েছি অন্ধ, বধির আর-
বোবাদের লিস্টের খাতার পাতায়।
ইঁদুরের গর্তের ভেতর শ্বাস প্রশ্বাসে-
ক্রমশঃ অভ্যস্ত হচ্ছি আমরা-
একটু একটু ক’রে প্রতিদিন…
ইসলামপুর,উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ,ভারত ।