ছেঁজুতি, তোমার আকাশে হয়ত
অনেক আলো-মিটমিট করা
তারা ছিল।
কিন্তু, আমিও তো সেখানে ছিলেম,
অবশ্যি, আলো আমার কিছু-
কম ছিল বৈকি।
তাই জন্যেই কি আমার প্রতি তোমার
এত অবহেলা, এত অনাদর?
জানি, উজ্জ্বলতার ভিড়ে কেউই
রাখতে চায়না অনুজ্জ্বলতার-
অযাচিত আবদার।
নীল-আলো-মিটমিট করা তারাদেরই
তো তুমি দেখে অবসর পাওনা,
ফুরসৎ কোথায় তোমার এত!
অনুজ্জ্বলতা নিয়ে সেখানে আমি,
অচেনা, অজ্ঞাত/;
ট্রিমেন্ডাসলি উপেক্ষিত, অবহেলিত।
ছেঁজুতি, ঐসব আলোর-বাহার ছড়ানো
তারারা কিন্তু তোমার দুর্দিনে,
অমাবস্যায় ছিলনা।
তাদের অতি উজ্জ্বল আলোয়,
তোমার দৃষ্টি-দেহ-মন ছ্যালছ্যালিয়ে দিয়োনা,
এই অনুজ্জ্বল-পাশে-থাকা-
ধ্রুব তারাটিকে ভুলোনা।
ছেঁজুতি, দর্শনে তুমি অভিরাম,
ঐ উজ্জ্বল-আলো-ছড়ানো তারাদের ভিড়ে,
ভুলেও ভুলোনা যেন,
রোজ পত্রিকার পাতাগুলো ভারী হচ্ছে-
নোংরা-ধর্ষণের খবরে অবিরাম!
ছেঁজুতি, তোমার চরম স্বেচ্ছাচারিতার
এবার দাও বিরাম
এবার দাও বিরাম।