কবিতা – জললীলা

কবিতা - জললীলা

আদ্যনাথ ঘোষ

জোয়ারে একা নামতে নেই
জোয়ার পাগলামী জানে, চোখ ফুলে হয়ে যায় নদী।
শ্রাবণের কান্নার ঢল, সন্নাসী চোখ,
সন্ধ্যামাঠ, নৃত্যপাগল মন।
তবু তার বৃষ্টির উৎসব ভিজে যাবে বর্ষাচোখ
ঠোঁটের আঁচল।

ও মেয়ে তুমি কি সৃষ্টির উৎসব
পলিমাটি বিলাও বর্ষামুখর জললীলা তলায়!

তোমার উছল চোখ
বয়ে আনে তুমুল প্লাবন।
দুচোখের পাতায় দিয়ে যায়
পুণ্যতোয়া, রাঙাদিন, মধুমাখা ভোর।

জলের কার্ণিশ দুচোখে
সব ফেলে দিয়ে যায়
প্রণয়ের মাঠ, কবিতার পঙক্তি, চাঁদধোয়া জোছনা।

ও মেয়ে তুমি যদি নাব্যতা হারাও
সৃষ্টির জমিন হয়ে যাবে ঊষর।

শালগাড়ীয়া, গোডাউন পাড়া, পাবনা ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
জিহাদি

জিহাদি

গৌতম সরকার কালো রঙের বি.এম.ডব্লিউ গাড়িটা এয়ারপোর্ট এক নম্বরে এসে দাঁড়ালো। কলকাতার লোকের কাছে এসব গাড়ি অনেকদিন চোখ সয়ে গেছে, তবুও গাড়িটা উপস্থিত অনেকেরই চোখ ...
ষোলই ডিসেম্বর

ষোলই ডিসেম্বর

ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম  লাখো শহীদের আত্নত্যাগে এদেশ স্বাধীন হয়, বীর বাঙালি এদেশের জন্য বুকের রক্ত দেয়। মুক্তিযোদ্ধারা জীবন দিয়েই স্বাধীন করে দেশ, বিশ্বের ...
আমি অশ্বত্থ বলছি

আমি অশ্বত্থ বলছি

লুনা রাহনুমা এই যে আমাকে দেখছো তোমরা আজ, কেমন জীর্ণ অসহায় বুড়োর মতো ঠায় দাঁড়িয়ে আছি। এটা আমার একমাত্র রূপ নয়। তোমাদের মনুষ্য জীবনে তোমরা ...
ঈদুল-আযহা এল

ঈদুল-আযহা এল

নয়ন হাসান অতিবাহিত হইয়া একটি বৎসর, ঈদুল-আযহা আসিল আবার, “হে মুমিন-মুসলমান”, খোদার রাহে কোরবানি কর, গরিব-দুঃখীদের যাকাত দাও, মুক্ত চিত্তে কর দান। সকল হিংসা-বিদ্বেষ, রেষারেষি ...
শিমুল তলে দেখা

শিমুল তলে দেখা

বিভীষণ মিত্র হোক না কোন শিমুল তলে তোমার আমার দেখা, বসন্ত ক্ষনে দুজনের পথ হলেও যদি বক্ররেখা। ছোঁয়ে দেওয়ার নেশায় তোমার হাতের পরশ নেবো, তোমার ...
জোড়া কবিতা- লুনা রাহনুমা

জোড়া কবিতা- লুনা রাহনুমা

লুনা রাহনুমা   হৃদয় ঢেকে রেখেছিলাম কুসুমে কোমলে বাজার থেকে কিনে আনা দামি সুগন্ধে, গোলাপে আতরে জরির ওড়নায় লোকচক্ষুর অন্তরালে – আমার মগজের পচে যাওয়া ...