লাফাচ্ছিলো তিনটে বাঁদর মনের সুখে দিঘির পাড়ে
তিনটে বাঁদর লাফাচ্ছিলো একটা বড় ষাঁড়ের ঘাড়ে l
মোটা বাঁদর শান্ত হলেও হাত-সাফাইয়ের দোষ তো
কলা নিয়ে পালিয়ে গিয়ে গাছের ডালে বসতো
পরের কলায় পেট ভরিয়ে মগডালেতে দিতো ঘুম
ঘুম ভাঙলে লাফায় -দাফায় মনের সুখে লাগায় ধুম l
রোগা বাঁদরটা খেলা দেখায়, চালাক এবং চোস্ত
রাম বাবাজির এই বাঁদরটাই প্রাণের প্রিয় দোস্ত
অনেকে বলে, —- এই বাঁদরই সিনেমাতে নাম কিনে
চিৎপুরেতে যাত্রা করে,— আম পাবলিক তাই চেনে l
তৃতীয় বাঁদর দাঁত দেখালে কুকুর পালায় পাড়াতে
দাঁতের ভয়ে কেউ যায়না কুকুর পাড়া মাড়াতে
পাড়ায়- পাড়ায় দেঁতো বাঁদর করলে ঘোরাঘুরি
গোলার ধান, ডাব-নারকেল ক’রেনা চোরে চুরি l
সেই পাড়াতে ঢোকেনা ডাকাত, হয়না কোন ছিনতাই
বাঁদর দেয় পাড়া- পাহারা, কেউ থাকেনা চিন্তায় l
পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ ।