অনঞ্জন
কী যে নিকষা কী নিকষ!
শ্রাবণের কেন এত রূপ?
মধ্যরাত্রিতে বর্ষার রূপমত্ত ঝংকারে দেখ-
দস্যুর মতো বেপরোয়া দুর্দান্ত নারীর
খোলা ওই রূপের বৈভব,
উৎসব যেন, করে অসহায়।
তারপর-
ঘোর বৃষ্টিপাতে ধুয়ে যায় জ্যৈষ্ঠের ক্ষত
এখন শ্রাবণ-মাখা জ্যোৎস্নায় হোক ভালবাসা
হোক অশ্রুপান।
মাটি তো বলেছে ওকে- সব নাও,
নিদ্রাহারা নিশীথে শ্রাবণ-দ্রিমিদ্রিমি মাঝে
বিস্ময়ের বাঙ্ময় বরিষণে ভালবাসা মেখে
হোক অশ্রুপান।