কবিতা- নারী

কবিতা- নারী

 সেগুফতা আনসারী

 

জন্ম জন্মান্তরে, যুগ যুগান্তরে

যে নারী করিছে পুরুষের আরতি,

সে নয় ত কোন ভোগের পন্য

সে যে একসাথে চলার সারথি।

 

পুরুষের ব্যথা যে অন্তরে লভিয়াছে 

চরম দূর্দিনে যোগিয়েছে সাহস,

নর কান্নায় অশ্রু ধারা হয়েছে 

বেদনায় দিয়েছে সুখের পরশ।

 

তোমাদের কল্যাণে যে নারী জ্বালে

তোমারি সুখের মঙ্গল দ্বীপ। 

কেমন করে, তারে ভোগের তরে 

তোমরা নিভাও জীবন প্রদীপ?

 

যে নারী তোমায় মায়াডোরে বেধে 

বিধাতা কাছে করে মঙ্গল আরাধনা। 

কেমন করে তাহার পরে উদ্বেলিত 

হয় তোমাদের উগ্র বাসনা?

 

তোমরা কি শুন না, তাদের গোপন কান্না? 

চোখে কি পড়ে না এই নিরব অশ্রুজল?

যে নারী তোমায়  জন্ম দানিলেন

ভালবাসা, স্নেহ ছায়া দিল সুশীতল।

 

কখনও বোন হয়ে যে দিয়েছে স্নেহ 

বধু হয়ে হয়েছে স্বপ্নচারিনী,

মাতা হয়ে যিনি, করেছেন ঋণী

এসো আজ তাদের নতুন করে চিনি।

 

এরা তোমাদেরই আত্মীয় পরিজন

তোমাদেরই মাতা কিংবা প্রিয় ভগ্নি।

হয়ত বা কারও আদরের দুলালী

না হয় কারও মানস সঙ্গীনী।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
আপন

আপন

|মোহাম্মদ আবদুর রহমান   আপন শব্দটা খুঁজছি ঊষা আর গোধূলির মাঝে কিন্তু সব মানুষরূপী পশু গুলি হায়েনার মত চোখ রাঙা করে দেখে সূর্য ব্যঙ্গ করে ...
ঈদুল আজহার দুটি ছড়া 

ঈদুল আজহার দুটি ছড়া 

ইমতিয়াজ সুলতান ইমরান  কোরবানি দাও মনের পশু কোরবানি দাও ভালো কথা একটু দেখো ভেবে মোটা তাজা কিনবে পশু কিসের টাকা জেবে? ঘুষের টাকায় পশু কিনে ...
মড়ক

মড়ক

আশিক মাহমুদ রিয়াদ এ গাঁ থেকে মানুষজন দিন দিন নাই হয়ে যাচ্ছে। কি ব্যাধি এসে ঢুকলো গ্রামে। সব মানুষজনকে ডলে মেরে ফেলছে। এই তো ক’দিন ...
প্রিয়তমা সিনেমা ফ্লপ নাকি হিটের পথে?

প্রিয়তমা সিনেমা ফ্লপ নাকি হিটের পথে?

ঈদের বহুল আলোচিত সিনেমা প্রিয়তমা মুক্তি পেয়েছে দেশের ১০৭টি হলে। ঈদের প্রথম দিন থেকে সিনেমাটি চলছে দেশের ১০৭ টিরও বেশি সিনেমা হলে। সিনেমাটির পরিচালক হিমেল ...
গল্প - আগুন নেভালো বৃষ্টি!

গল্প – আগুন নেভালো বৃষ্টি!

সুমিত রায় বাড়ি থেকে কিছুটা দূরে আজ লালবাবা আশ্রমের মাঠে রথযাত্রা উৎসব। একটানা কয়েকদিন ধরে বৃষ্টির মধ্যেই চলছে উৎসবের সাজো সাজো রব। মন্দিরের সামনের ফাঁকা ...
‘সুখী দম্পতি’

‘সুখী দম্পতি’

তসলিমা নাসরিন  ইয়োহান অফিস থেকে ফিরেই সোফায় গা এলিয়ে টেলিভিশানের রিমোটটা হাতে নেয়। এ সময় গত দু’বছর যা হচ্ছে তা হয়, চাইলাই এসে হাসিমুখে তার ...