কবিতা- নারী

কবিতা- নারী

 সেগুফতা আনসারী

 

জন্ম জন্মান্তরে, যুগ যুগান্তরে

যে নারী করিছে পুরুষের আরতি,

সে নয় ত কোন ভোগের পন্য

সে যে একসাথে চলার সারথি।

 

পুরুষের ব্যথা যে অন্তরে লভিয়াছে 

চরম দূর্দিনে যোগিয়েছে সাহস,

নর কান্নায় অশ্রু ধারা হয়েছে 

বেদনায় দিয়েছে সুখের পরশ।

 

তোমাদের কল্যাণে যে নারী জ্বালে

তোমারি সুখের মঙ্গল দ্বীপ। 

কেমন করে, তারে ভোগের তরে 

তোমরা নিভাও জীবন প্রদীপ?

 

যে নারী তোমায় মায়াডোরে বেধে 

বিধাতা কাছে করে মঙ্গল আরাধনা। 

কেমন করে তাহার পরে উদ্বেলিত 

হয় তোমাদের উগ্র বাসনা?

 

তোমরা কি শুন না, তাদের গোপন কান্না? 

চোখে কি পড়ে না এই নিরব অশ্রুজল?

যে নারী তোমায়  জন্ম দানিলেন

ভালবাসা, স্নেহ ছায়া দিল সুশীতল।

 

কখনও বোন হয়ে যে দিয়েছে স্নেহ 

বধু হয়ে হয়েছে স্বপ্নচারিনী,

মাতা হয়ে যিনি, করেছেন ঋণী

এসো আজ তাদের নতুন করে চিনি।

 

এরা তোমাদেরই আত্মীয় পরিজন

তোমাদেরই মাতা কিংবা প্রিয় ভগ্নি।

হয়ত বা কারও আদরের দুলালী

না হয় কারও মানস সঙ্গীনী।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ইদ পরানের মেলা

ইদ পরানের মেলা

নিশিকান্ত রায় মিলেই যাবে রঙ ধনুটা,ভাবছি বসে ঘাটে, জোয়ার ভাসে জলের শ্বাসে সূর্যি বসে পাটে। মরুর হাওয়া আলোছায়া, সাগর ভরা গান, শস্য শ্যামল কোমল ছায়ায় ...
গরিব চাষি

গরিব চাষি

সেকেন্দার আলি সেখ   আগুন জ্বলে ক্ষেত খামারে গরিব চাষির বুকে পায়ে ফেলে মাথার ঘাম নেইকো কৃষক সুখে আগুন জ্বলে গ্রাম ছাড়িয়ে রুক্ষ মাঠের শেষে ...
বই পর্যালোচনা: ‘হোম ইন দ্যা ওয়ার্ল্ড ‘– অমর্ত্য সেন

বই পর্যালোচনা: ‘হোম ইন দ্যা ওয়ার্ল্ড ‘– অমর্ত্য সেন

পর্যালোচনা- মিরাজুল হক  পুস্তক পর্যালোচনা :  Home in the World – A memoir by AMARTYA SEN  Publisher – ALLEN LANE (Penguin Books ) ; MRP ...
রহমতুল্লাহ লিখন এর তিনটি কবিতা

রহমতুল্লাহ লিখন এর তিনটি কবিতা

রহমতুল্লাহ লিখন    এক এখন আমার কঠিন তরল বায়বীয় লক্ষ্য ১ আমি আনন্দিত বিমোহিত, আপনার পা চেটে চরম পুলকিত। জীবন এখন স্বার্থক শোভিত,  দয়া করে ...
কেনো যে এইসময়ে মানুষ হলাম 

কেনো যে এইসময়ে মানুষ হলাম 

গোলাম কবির    এখন মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে  ফেলেছে, হৃদয় তো নাই যে  হৃদয়হীনতার কথা বলবো,  ওসব গেছে চুকেবুকে!  মানুষ এখন পশুর মতো ছিঁড়েখুঁড়ে  খায় ...
সংকট মোচন

সংকট মোচন

গৌতম সরকার কম্বলটা আরেকবার ভালো করে জড়িয়ে নিয়ে পাশ ফিরতে যাবে এমন সময় ফোনটা বেজে উঠল। ভোরের দিকে একপশলা বৃষ্টি হয়েছে, আকাশ মেঘে ঢাকা, পরিবেশটা ...