কবিতা-নারী

কবিতা-নারী

 সেগুফতা আনসারী

 

জন্ম জন্মান্তরে, যুগ যুগান্তরে

যে নারী করিছে পুরুষের আরতি,

সে নয় ত কোন ভোগের পন্য

সে যে একসাথে চলার সারথি।

 

পুরুষের ব্যথা যে অন্তরে লভিয়াছে 

চরম দূর্দিনে যোগিয়েছে সাহস,

নর কান্নায় অশ্রু ধারা হয়েছে 

বেদনায় দিয়েছে সুখের পরশ।

 

তোমাদের কল্যাণে যে নারী জ্বালে

তোমারি সুখের মঙ্গল দ্বীপ। 

কেমন করে, তারে ভোগের তরে 

তোমরা নিভাও জীবন প্রদীপ?

 

যে নারী তোমায় মায়াডোরে বেধে 

বিধাতা কাছে করে মঙ্গল আরাধনা। 

কেমন করে তাহার পরে উদ্বেলিত 

হয় তোমাদের উগ্র বাসনা?

 

তোমরা কি শুন না, তাদের গোপন কান্না? 

চোখে কি পড়ে না এই নিরব অশ্রুজল?

যে নারী তোমায়  জন্ম দানিলেন

ভালবাসা, স্নেহ ছায়া দিল সুশীতল।

 

কখনও বোন হয়ে যে দিয়েছে স্নেহ 

বধু হয়ে হয়েছে স্বপ্নচারিনী,

মাতা হয়ে যিনি, করেছেন ঋণী

এসো আজ তাদের নতুন করে চিনি।

 

এরা তোমাদেরই আত্মীয় পরিজন

তোমাদেরই মাতা কিংবা প্রিয় ভগ্নি।

হয়ত বা কারও আদরের দুলালী

না হয় কারও মানস সঙ্গীনী।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
কবিতা- একমুঠো ঝরাপাতা / ফজলে রাব্বী দ্বীন

কবিতা- একমুঠো ঝরাপাতা / ফজলে রাব্বী দ্বীন

| ফজলে রাব্বী দ্বীন ক্ষুদ্র অণুজীব তোমার ধ্বংস কামনা করে। তোমার মাথায় চৈতালি ঘূর্ণি, তোমার শ্রেষ্ঠত্ব খরকুটোর বারান্দায় প্রতিদিন আত্মহত্যা করে। গল্পের লেবাসে প্রতিটি ঝুঁকির ...
আমার বনস্পতি সময় ও চটি দুঃখ

আমার বনস্পতি সময় ও চটি দুঃখ

I দ্বীপ সরকার   আমার কোন দুঃখ দেখাবার মানুষ নাই ভেতরকার ক্ষত বরং অক্ষতই থেকে যাক চুলচেরা বিশ্লেষণ করে শরীরকে জানতে চেয়েছি শরীর শুধু বিনয়ী ...
বিস্মৃতির আড়ালে

বিস্মৃতির আড়ালে

 সুতপা ব‍্যানার্জী(রায়) তিলোত্তমা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে লেভেল ক্রসিংয়ের খুঁটি ধরে। গাড়ি চলে যেতেও ওর মধ্যে এগোনোর কোন লক্ষণ দেখা গেল না। ওর মনের মধ্যে ...
শেষ ঠিকানা

শেষ ঠিকানা

ফাল্গুনী খান ডিভোর্স এর ৩ বছর পর আবার নীল এর সাথে অনুর দেখা।অনু ভেবেছিল ওকে দেখার পর তার তেমন কোন অনুভূতি কাজ করবে না। কিন্তু ...
অপরাজিতা তুমি

অপরাজিতা তুমি

ছাইলিপির গল্পপাঠ সেগমেন্টে আপনাকে স্বাগত জানাই। আজ পাঠ করছি কিশোর প্রেমের গল্প – ‘অপরাজিতা তুমি’ গল্পটি লিখেছেন – আশিক মাহ মুদ রিয়াদ। পাঠ করছি আমি ...
নামহীন কিংবা নামহীনতা

নামহীন কিংবা নামহীনতা

 আহাদ বিন আসলাম  এই শহরে শব্দোল্লাস ঢেকে যায় নাগরিক ক্লান্তিতে, প্রতি পাতায় লেখা হয় নানারকম অপ্রাপ্তির অনুচ্ছেদ। গল্পের ব্যবচ্ছেদে হাতড়ে পাওয়া যায় না সুখের ছিটেফোটা- ...